বলিউড
সুখবর দিয়ে পরিণীতি লিখলেন, ‘১+১=৩’

পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন। স্বামী, রাজনীতিবিদ রাঘব চাধা ও তার কোলে আসছে সন্তান। মা হিসেবে জীবনের নতুন অধ্যায় উদযাপন করতে মুখিয়ে আছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
আজ (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছেন পরিণীতি। এর ওপর লেখা, ‘১+১=৩।’ তার নিচে ছোট্ট দুটি পায়ের আঁকিবুঁকি।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
আবেগঘন পোস্টে রাঘব চাধার সঙ্গে হাত ধরে সবুজের সমারোহে একটি পার্কে হাঁটার ভিডিও যুক্ত করেছেন পরিণীতি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসতে চলেছে।’ এরপর জুড়ে দিয়েছেন নজর দোষ কাটানো, বাচ্চা ফোটার ডিম ও গোলাপি হৃদয়ের তিনটি ইমোজি।
পরিণীতি আরো লিখেছেন, ‘আমরা যে কতটা ধন্য, ভাষায় প্রকাশ করতে পারবো না।’ সবশেষে তিনি দিয়েছেন আবেগময় চোখ ও হাতজোড়ার দুটি ইমোজি।
View this post on Instagram
পরিণীতির এই পোস্টে মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী তারকারা অভিনন্দনের বন্যায় ভাসিয়েছেন তাকে। অভিনেত্রী সোনম কাপুর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি, রাকুল প্রীত সিং অভিনন্দন জানিয়েছেন। পরিণীতির মা রীনা চোপড়া লিখেছেন, ‘এর চেয়ে বড় আশীর্বাদ কিছু হতে পারে না! তোমাদের অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তা সবসময় আশীর্বাদ করুন। সুখে থেকো।’

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা (ছবি: ইনস্টাগ্রাম)
২০২৩ সালের সেপ্টেম্বরে উদয়পুরের দ্য লীলা প্যালেসে ধুমধাম আয়োজনে আম আদমি পার্টির সদস্য রাঘব চাধাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। বিয়ের প্রায় দুই বছর পর তাদের সংসারে সুখবর এলো। যদিও কয়েক মাস ধরে পরিণীতির সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু প্রতিবারই সেসব নাকচ করে দেন তিনি।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে পরিণীতি ও রাঘব চাধা জানান, খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন তারা। সেই ঘটনার মাসখানেকের মধ্যে আজ আনন্দের হাওয়া ছড়িয়ে দিলেন নায়িকা। অবশ্য সন্তান কবে ভূমিষ্ঠ হবে সেই দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনেননি তিনি।
পরিণীতিকে সর্বশেষ ইমতিয়াজ আলি পরিচালিত ‘অমর সিং চামকিলা’ সিনেমায় দেখা গেছে। এতে পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তার হাতে আছে নেটফ্লিক্সের একটি থ্রিলার সিরিজ। এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হবে পরিণীতির।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস