ওয়ার্ল্ড সিনেমা
প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শর্মিলা ঠাকুর (ছবি: ফোকাস বাংলা)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আজ (২৪ জানুয়ারি) বিকেলে সরকারি বাসভবন গণভবনে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছেন তারা। সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গত ১৯ জানুয়ারি ঢাকায় এসেছেন শর্মিলা ঠাকুর। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শর্মিলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জিসহ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধিরা (ছবি: ফোকাস বাংলা)
শর্মিলা ঠাকুরের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পরিচালক সোহিনী ঘোষ। এছাড়াও ছিলেন সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বৈঠকের তথ্য জানান।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শর্মিলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জিসহ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধিরা (ছবি: ফোকাস বাংলা)
২০ থেকে ২৮ জানুয়ারি রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত চলচ্চিত্র উৎসবে রাজধানী জুড়ে বিশিষ্ট স্থানগুলিতে এক গুচ্ছ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে গত ২০ জানুয়ারি শুরু হয় ২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শর্মিলা ঠাকুর। পরদিন (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্স’ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সিনেমাহল সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। এখন ভারতসহ সারাবিশ্বে ওটিটি প্ল্যাটফর্ম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। আমি খুবই আশাবাদী মানুষ। নারীরাও এগিয়েছে। এখন ভারতে পুরুষ অভিনেতার তুলনায় নারীরা আরও দক্ষতা নিয়ে কাজ করছে। পুরুষের মতোই তারা জনপ্রিয়তা পাচ্ছে।’

দশম আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে শর্মিলা ঠাকুর (ছবি: ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল)
আগামী ২৮ জানুয়ারি সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে শর্মিলাকে। বাংলাদেশের ৭১টিসহ ৭৪ দেশের ২৫২টি চলচ্চিত্র বিনামূল্যে উপভোগ করা যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ১২৯টি এবং শর্টফিল্ম ১২৩টি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
