স্টার জোন
‘প্রিয় মালতী’র অনুষ্ঠানে মেহজাবীন নিজেই সঞ্চালক

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)
ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণের সমস্যার কারণে অভিনয় করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীন চৌধুরীকে। অভিনয়কে পেশা হিসেবে তার নেওয়ার ইচ্ছা ছিলো না একসময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে দমিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা। দেশের সিনেমাহলে অভিষেক হওয়ার আগমুহূর্তে এভাবেই শোবিজে নিজের পথচলার শুরুর গল্প বলছিলেন তিনি।
আগামী ২০ ডিসেম্বর বড় পর্দায় আসছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’। এ উপলক্ষে গতকাল (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার অল কমিউনিটি ক্লাবে ছিলো সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে নিজের সব সহশিল্পী, সহকর্মী ও নির্মাতাদের ধন্যবাদ জানান তিনি।

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)
মিট দ্য প্রেসে চমক হিসেবে ছিলো মেহজাবীনের সঞ্চালনা। মূল আয়োজন নিজেই পরিচালনা করে স্বাগত বক্তব্য দেন তিনি। এছাড়া ‘প্রিয় মালতী’র বিভিন্ন দিক তুলে ধরেন অভিনেত্রী। তখন মঞ্চে ছিলেন সিনেমাটির পরিচালক শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। এছাড়া এসেছিলেন ‘প্রিয় মালতী’র তিন অভিনেতা রিজভি রিজু, নাদের চৌধুরী ও আনিসুল হক বরুণ।
বিজ্ঞাপনচিত্র আর ওয়েব সিরিজ নির্মাণে হাত পাকিয়ে ‘প্রিয় মালতী’র মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তরুণ এই নির্মাতা মালতী চরিত্রে মেহজাবীনকেই ভেবেছিলেন ও তাকেই পেয়েছেন। তার কথায়, ‘মালতী চরিত্রটি সংগ্রামী। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে।’

মিট দ্য প্রেসে ‘প্রিয় মালতী’ টিম (ছবি: চরকি)
‘প্রিয় মালতী’তে যাপিত জীবনের গল্প দেখা যাবে। এতে নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে সে। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি ছোট ছোট স্বপ্ন বুনে যায়। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটে, ঘোরাঘুরি করে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর শুরু হয় অন্তঃসত্ত্বা মালতীর সংগ্রাম।
গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমাটির গল্প সত্যি ঘটনায় অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমনই কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রাম শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে। পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিস্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?’
‘প্রিয় মালতী’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন নির্মাতা আদনান আল রাজীব। নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনায় সিদ্ধহস্ত তিনি। এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। তার কথায়, ‘গল্পটা এতোটাই আলাদা যে, মনে হয়েছে এই সিনেমাটি হওয়া দরকার। সেই তাগিদ থেকেই এতে যুক্ত হওয়া। শঙ্খ দাসগুপ্ত ও ভালো সিনেমা বানানোর প্রতি তার যে চেষ্টা, সেসব আমাকে আকৃষ্ট করেছে। একজন সহকর্মী নির্মাতা হিসেবে, আমি মনে করি একে অপরকে সমর্থন করা এবং একসঙ্গে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।’

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)
আদনান আল রাজীবের বিশ্বাস, “সিনেমাটি দেখলে সবাই একটি অনুভূতি পাবেন বলে আমি মনে করি। সিনেমাটি দর্শকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারলে আমরা সার্থক হবো। যারা গল্পের সিনেমা পছন্দ করেন এবং অনেকদিন সিনেমাহলে আসেন না, তারা ‘প্রিয় মালতী’ দেখলে হতাশ হবেন না।”
সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২০২৩ সালের ১৯ এপ্রিল ‘প্রিয় মালতী’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা আসে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে। সব কাজ সম্পন্ন করে সিনেমাটির মুক্তির ঘোষণা আসে গত ৫ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণার পরপর (১৪ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে ট্রেলার। ‘ইউ’ গ্রেডে সেন্সর সনদ পেয়েছে ‘প্রিয় মালতী’, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)
ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত. ফজলে হাসান শিশির।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
