স্টার জোন
ফড়িং নিয়ে ফারিণের নতুন পরিচয়

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায় অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে পাকাপাকি অবস্থান তৈরি করেছেন তিনি। এবার প্রযোজক পরিচয়ে নতুন যাত্রা শুরু হলো তার। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’ ঘোষণা করেছেন এই তারকা।
আজ (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ক্ল্যাপবোর্ড হাতে তোলা নিজের ছবি পোস্ট করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু। ফড়িং ফিল্মস আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তাসনিয়া ফারিণের হাতে ফড়িং ফিল্মসের ক্ল্যাপবোর্ড (ছবি: ইনস্টাগ্রাম)
তাসনিয়া ফারিণের ক্ল্যাপবোর্ডে পরিচালক আগা নাহিয়ান আহমেদের নাম রয়েছে। ধারণা করা হচ্ছে, একটি মিউজিক ভিডিওর শুটিং এটি। ফারিণের গাওয়া গান নিয়ে তৈরি হচ্ছে এটি। মন্তব্যের ঘরে নতুন খোলা ফড়িং ফিল্মসের ফেসবুক পেজের লিংক শেয়ার দিয়েছেন তিনি।
ফারিণের পোস্টে নির্মাতা কাজল আরেফিন অমি রসিকতার ইমোজি জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘ফিল্ম প্রযোজক তাসনিয়া ফারিণ।’ তার মন্তব্যের উত্তরে নার্ভাসনেস ইমোজি জুড়ে দিয়ে ফারিণ বলেন, ‘ফিল্ম পর্যন্ত ভাবি নাই এখনো। আপাতত শর্ট কন্টেন্টস।’

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
প্রযোজনায় আসার আভাস একমাসেরও বেশি সময় আগে দিয়েছিলেন তাসনিয়া ফারিণ। গত ১১ অক্টোবর ফেসবুকে এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ চেয়ে তিনি লিখেছিলেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেয়া উচিত?’ তার এই পোস্টে মন্তব্য এসেছে সাড়ে তিন হাজারের বেশি। এরমধ্যে অনেকে ‘ফড়িং’ শব্দটি রাখার পরামর্শ দিয়েছেন তাকে। তাদের মধ্যে মো. রফিকুজ্জামান রোমেল ‘ফড়িং’ ও আনজুম ফারিণ লিখেছেন, ‘ঘাসফড়িং।’ মো. মাজহারুল আলমসহ আরো একজন লিখেছেন, ‘ফড়িং প্রডাকশন হাউস।’ হোসেন রাকিব খান নামের একজন লিখেছেন, ‘তাসনিয়া ফড়িং প্রোডাকশন।’

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে গুঞ্জন রয়েছে, আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় ঢালিউড তারকা শাকিব খানের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড থেকে যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
অন্যদিকে পশ্চিমবঙ্গে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় তাসনিয়া ফারিণের অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। গত মাসের শেষ সপ্তাহে কলকাতায় অনিরুদ্ধর বাসায় গিয়ে আলোচনা করে এসেছেন তিনি। তখন চঞ্চল চৌধুরীও ছিলেন। তারও এই সিনেমায় কাজ করার কথা শোনা যাচ্ছে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এতে প্রতীক্ষা চরিত্রে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। মাঝে ভিসা না পাওয়ায় দেবের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করা হয়নি তার।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)
গত বছর মুক্তি পাওয়া ধ্রুব হাসানের ‘ফাতিমা’র মাধ্যমে বাংলাদেশে রুপালি পর্দায় পা রাখেন তাসনিয়া ফারিণ। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে তাকে। এতে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। গত জুনে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা গেছে তাকে। এতে তার নায়ক ছিলেন শরিফুল রাজ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
