Connect with us

স্টার জোন

ফাইনালের পথে স্বপ্নধরা স্পারটান্স, জেভিকো কিংসের স্বস্তির জয়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জেভিকো কিংসের বিজয় উল্লাস (ছবি: ফেসবুক)

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) টুর্নামেন্টে একদিন বিরতি দিয়ে গতকাল (৮ মে) দুটি খেলা অনুষ্ঠিত হলো। এরমধ্যে প্রথম ম্যাচে নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে জেভিকো কিংস। দ্বিতীয় ম্যাচে স্বপ্নধরা স্পারটান্সের কাছে ৪ উইকেটে হেরেছে গিগাবাইট টাইটান্স। এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো স্বপ্নধরা স্পারটান্স। অন্যদিকে নাইট রাইডার্স পরপর দুই ম্যাচ হেরে ফাইনালের সুযোগ হাতছাড় করলো। 

নাইট রাইডার্সের মেন্টর প্রবীর রায় চৌধুরী টস জিতে ব্যাটিং বেছে নেন। নির্ধারিত ১৮ ওভারে তার দল করতে পেরেছে ৯ উইকেটে ১৪১ রান। অর্ণব অন্তু ১৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ইরফান সাজ্জাদ ২১ বলে ২৫ রান ও সালমান আরাফাত ২০ বলে ২১ রান করেন। এছাড়া ওপেনার শেহজাদ ওমর ১৪ (১৭) রান করেন। অতিরিক্ত থেকে এসেছে ২০ রান। তানিম রহমান অংশুর দল জেভিকো কিংসের ইলিয়াস বিকে ৩ উইকেট নিয়েছেন। শুভাশিষ ভৌমিক ও রাশেদ সীমান্ত ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া ১টি উইকেট নিয়েছেন রাতুল।

জেভিকো কিংস রান তাড়া করতে নেমে ওপেনার রাজিবের দৃঢ়তায় জয় পেয়েছে। তিনি ৩৮ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন। রুসলান ও আরমান কোহলি দুইজনই ১৫ বলে ১৮ রান করে এনে দিয়েছেন দলকে। অতিরিক্ত থেকে এসেছে ১৯ রান। ১৬.১ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করে জয় নিয়ে মাঠ ছেড়েছে জেভিকো কিংস। নাইট রাইডার্সের শেহজাদ ওমর ৩টি উইকেট নিয়েছেন। ইমরান খান পেয়েছেন ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
জেভিকো কিংস ১৪৩/৬ (১৬.১ ওভার)
নাইট রাইডার্স ১৪১/৯ (১৮ ওভার)
ফল: জেভিকো কিংস ৪ উইকেটে জয়ী

সংক্ষিপ্ত স্কোর (নারী)
জেভিকো কিংস ১৩/২ (১.৫ ওভার)
নাইট রাইডার্স ১২/২ (২ ওভার)
ফল: জেভিকো কিংস ৮ উইকেটে জয়ী

স্বপ্নধরা স্পারটান্স দলের বিজয় উল্লাস (ছবি: ফেসবুক)

গতকাল দ্বিতীয় খেলায় গিগাবাইট টাইটান্সকে ৪ উইকেটে হারিয়েছে স্বপ্নধরা স্পারটান্স। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বপ্নধরা স্পারটান্সের মেন্টর গিয়াস উদ্দিন সেলিম। গিগাবাইট টাইটান্সের ওপেনার জাহিদুর আশিক ৫৫ বলে ৯১ রান করে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। আরেক ওপেনার পার্থ শেখ ১২ বলে ১৮ রান করেন। ওপেনিং জুটি করেছিল ৫৭ রান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দলটির আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অতিরিক্ত থেকে এসেছে ২৩ রান। ১৮ ওভারে তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬১ রান। স্বপ্নধরা স্পারটান্সের ওয়ালিদ অন্তু ও নাজমুল ইমন ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ওসামা ও স্বাধীন।

স্বপ্নধরা স্পারটান্স সালমান সানজিদের ২৫ বলে ৫৮ রানের টর্নেডো ইনিংসে ও ওয়ালিদ অন্তুর ৪৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে জয় পেয়েছে। চতুর্থ উইকেটে তারা ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। এর সুবাদে ১৬.১ ওভারেই ৬ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতেছে তাদের দল। শ্যামল মাওলা ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। অতিরিক্ত থেকে এসেছে ২০ রান। গিগাবাইট টাইটান্সের দাউদ আল মাহমুদ ২টি আর নাঈম ফুয়াদ ও পার্থ শেখ ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
স্বপ্নধরা স্পারটান্স ১৬৩/৬ (১৮ ওভার)
গিগাবাইট টাইটান্স ১৬১/৬ (১৮ ওভার)
ফল: স্বপ্নধরা স্পারটান্স ৪ উইকেটে জয়ী

সংক্ষিপ্ত স্কোর (নারী)
গিগাবাইট টাইটান্স ১২/১ (২ ওভার)
স্বপ্নধরা স্পারটান্স ৪/৩ (২ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ৮ উইকেটে জয়ী

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ