গান বাজনা
ঢাকায় আবার হবে ফোক ফেস্ট, দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা

২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের পরিবেশনা (ছবি: মাছরাঙা টেলিভিশন)
পাঁচ বছরেরও বেশি সময় পর আবার লোকগানের সুর-সুধা ছড়াবে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। সংগীত নিয়ে উপমহাদেশের অন্যতম বৃহৎ এই আসরের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস।
২০২৫ সালের জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে থাকছে ঢাকা ফোক ফেস্টের ষষ্ঠ আসর। উৎসবের পর্দা উঠবে ২৩ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
এবারের আসরে দেশ-বিদেশের লোকগানের কোন শিল্পীরা অংশ নেবেন, তাদের তারিখা শতভাগ চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনে জানানো হবে। বরাবরের মতোই নির্দিষ্ট নিয়ম মেনে কেবল নাম নিবন্ধনের মাধ্যমে এই আয়োজন উপভোগ করা যাবে।

২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে সংগীত পরিবেশন করেন পবন দাস বাউল (ছবি: মাছরাঙা টেলিভিশন)
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার অনুষ্ঠিত হয় ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০২০ সালে করোনা মহামারি ও পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণে আর হয়নি এই আয়োজন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
