Connect with us

ঢালিউড

‘ফেরেশতে’ নিয়ে আসছেন জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফেরেশতে’র দৃশ্যে জয়া আহসান (ছবি: ইমেজ সিনেমা)

অভিনেত্রী জয়া আহসানের তিনটি সিনেমা চলতি বছর মুক্তি পেয়েছে দেশে। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’। আগামী ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী ও প্রশংসিত এই সিনেমা। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর দেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে এটি। এর মুক্তি উপলক্ষে দুর্গাপূজার আমেজে সিনেমাহল উৎসব মুখর হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমার কেন্দ্রবিন্দু সমাজের প্রান্তিক মানুষের জীবন। তাদের সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি তুলে ধরা হয়েছে গল্পে। দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করতে ও নিখাদ বাস্তবতা দেখাতে বাস্তব লোকেশনে এর শুটিং হয়েছে।

‘ফেরেশতে’র দৃশ্যে জয়া আহসান, সাথী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক (ছবি: ইমেজ সিনেমা)

সিনেমাটিতে সুবিধাবঞ্চিত নারী ফেরেশতে চরিত্রে দেখা যাবে জয়াকে, যিনি প্রতিকূল পরিস্থিতিতে সাহস ও শক্তি নিয়ে লড়েন। সমাজের এই শ্রেণির নারী হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে মেকআপ করে চেহারার গ্ল্যামার কমাতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমাদের দেশের প্রান্তিক মানুষদের ভেতরে যে অদম্য সাহস রয়েছে, সেই সত্যিকারের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিং ছিলো ভীষণ চ্যালেঞ্জিং। পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।”

‘ফেরেশতে’র দৃশ্যে জয়া আহসান (ছবি: ইমেজ সিনেমা)

‘ফেরেশতে’র অন্যতম প্রধান চরিত্রে থাকছেন সুমন ফারুক। বলিষ্ঠ অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনার দায়িত্ব সামলেছেন তিনি। প্রযোজক হিসেবেও গল্পে মানবিক বার্তাকে গুরুত্ব দিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত চরিত্রে রয়েছে সাধারণ মানুষের অন্তর্গত শক্তি, যে সমাজের অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়। তিনি বলেন, “আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনেই ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির ভিন্ন একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরবে। ‘ফেরেশতে’র জন্য বিভিন্ন দেশে আমরা দারুণ সাড়া পেয়েছি। এবার দেশের মানুষ সিনেমাটি দেখলে খুশি হবো। ‘ফেরেশতে’ কেবল একটি সিনেমা নয়, বরং প্রান্তিক মানুষের অজানা দিক তুলে ধরা এক অনন্য শিল্পভাষ্য।”

‘ফেরেশতে’র দৃশ্যে সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, সাথী ও জয়া আহসান (ছবি: ইমেজ সিনেমা)

গত বছরের ফেব্রুয়ারিতে ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখার উদ্বোধনী সিনেমা হিসেবে দর্শক-সমালোচকদের মধ্যে সমাদৃত হয় ‘ফেরেশতে’। এর সুবাদে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় সিনেমার পুরস্কার জিতেছে এটি। ‘খয়র-ই-মান্দেগার’ স্মারক পেয়েছেন জয়া আহসান ও সুমন ফারুক।

২০২৪ সালে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। এছাড়া ভারতের গোয়া শহরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসরে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় নির্বাচিত হয় এটি।

‘ফেরেশতে’র দৃশ্যে জয়া আহসান (ছবি: ইমেজ সিনেমা)

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ‘ফেরেশতে’র সহ-প্রযোজক হিসেবে আছে জয়ার প্রতিষ্ঠান সি-তে সিনেমা, ইমেজ সিনেমা ও ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

গত ১৬ মে পিপলু আর. খান পরিচালিত ‘জয়া আর শারমিন’, ৭ জুন রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় জয়া আহসান দেশের বড় পর্দায় দর্শকদের মন জয় করেছেন।

এদিকে আগামী দুই বছরের জন্য আবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন জয়া। টেকসই লক্ষমাত্রা অর্জনে কাজ করবেন তিনি। ২০২২ সাল থেকে আরো দু’বার একই দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ