Connect with us

ওটিটি

ফ্যাশনেবল সামিরা খান মাহিকে ঘিরে ‘গ্যাড়াকল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

যেমন কর্ম তেমন ফল প্রবাদের আবহে তৈরি হলো নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’। এর গল্প তিনটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত। তারা হলো রিমি, অনিক ও মোশতাক। রিমি ও অনিক যুগলের ভূমিকায় আছেন আবু হুরায়রা তানভীর ও সামিরা খান মাহি। চিত্রশিল্পী মোশতাক চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘গ্যাড়াকল’। এর গল্পে দেখা যায়, ছুটি কাটাতে বেড়াতে যায় রিমি ও অনিক। চিত্রশিল্পী মোশতাকের সঙ্গে তাদের পরিচয় হয়। ক্রমে মোশতাকের কাছাকাছি আসতে থাকে রিমি। এ কারণে অনিক-রিমির সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। কিন্তু এসব সম্পর্ক কতোটা সত্যি? চোখে যতোটা দেখা যায়, সবই কী সত্যি? এসব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে ‘গ্যাড়াকল’।

রিমি চরিত্রটি প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘মেয়েটি কিছুটা রহস্যময়। কখনো সে সাধারণ, কখনো একটু অসাধারণ। বেশিরভাগ সময় তাকে বেশ ফ্যাশনেবল লুকে দেখা যাবে। অল্প সময়ের জন্য অন্যরকম লুকে ধরা দিয়েছি পর্দায়। তখন চরিত্রের প্রয়োজনে ধরন ও ঢঙ বদলাতে হয়েছে। দর্শকরা রিমিকে শুরুর দিকে ভুল বুঝলেও শেষ প্রান্তে সব বুঝতে পারবেন। নিজেকে বৈচিত্র্যময় চরিত্রে উপস্থাপন করা বেশ চ্যালেঞ্জিং। আমার এমন কাজই বেশি ভালো লাগে।’

মিস্ট্রি-থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশনটি পরিচালনা করেছেন রাকায়েত রাব্বি। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে এর চিত্রনাট্য তৈরি করেছেন এই নবীন নির্মাতা। গল্পটি তার আশেপাশের ঘটনা থেকেই নেওয়া।

রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনাই ঘটে। সেগুলোর অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে এই গল্পে। শিক্ষা জীবন ও পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এই ফ্ল্যাশ ফিকশনে। পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছি।’

‘গ্যাড়াকল’-এ মোশতাকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সুষমা সরকার। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব ও সাদি শুভ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ