ওটিটি
কালো টাকা নিয়ে জমজমাট লড়াই, ৩০ টাকায় ‘ব্ল্যাক মানি’

‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: বঙ্গ)
ঢালিউডের ‘হিট মেশিন’ রায়হান রাফী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পেতে যাচ্ছে। আজ (২ জানুয়ারি) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাবে এটি। এজন্য সাবস্ক্রিপশন ফি লাগবে মাত্র ৩০ টাকা!
‘ব্ল্যাক মানি’র ফার্স্ট লুক টিজারে আভাস পাওয়া গেছে, কালো টাকা দখলের লড়াই বেশ জমজমাট হবে। এর গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকাকে কেন্দ্র করে জট পাকিয়ে যায় শহরে। সবাই এই বিপুল অর্থ হাতিয়ে নিতে চায়। ফলে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ অনেকে। শেষমেশ হাজার কোটি টাকা কার দখলে যায় জানতে হলে দেখতে হবে এই সিরিজ।

‘ব্ল্যাক মানি’তে পূজা চেরি ও মাসুম পারভেজ রুবেল (ছবি: বঙ্গ)
ছয় পর্বের ওয়েব সিরিজটিতে বেনসন জুনায়েদ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, যে শার্টের কলার তুলে একসঙ্গে দুটি সিগারেট ঠোঁটে নিয়ে চলে। এবারই প্রথম ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। আশা করা হচ্ছে, পর্দায় নতুন আতঙ্ক সৃষ্টি করবেন তিনি।
রায়হান রাফী ও রুবেলের সম্মিলনকে রুবেল বলেছেন ‘আরআরআর’। ভারতের অস্কারজয়ী সিনেমা ‘আরআরআর’-এর নাম টেনে এনে এমন মিল তুলে ধরেছেন তিনি।

‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: বঙ্গ)
রূপনগরের রানী মিস শায়লা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। রূপের জাদুতে সবাইকে মাতাবেন তিনি! তার নাচে সাজানো ওয়েব সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে পাওয়া গেছে তাকে। পূজার এই পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। এটি সুর করেছেন আকাশ সেন। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

রায়হান রাফী (ছবি: ফেসবুক)
২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-এর নায়িকা ছিলেন পূজা চেরি। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। কাকতালীয় ব্যাপার হলো, রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজের নায়িকাও হলেন পূজা।
নারী সেজে থাকা ভয়ঙ্কর সন্ত্রাসী বাইট্টা মাসুম চরিত্রে আছেন ইন্তেখাব দিনার। পাঙ্খা লাগানো হুইলচেয়ার নিয়ে চলাফেরা করা বোম জামালের ভূমিকায় পর্দায় আসবেন সুমন আনোয়ার। তার বলা সংলাপ ‘মালডা কেমন, দেশি না বিদ্যাশি’ ভাইরাল হয়েছে। দরজার ফাঁকা দিয়ে উঁকি মারা যার নেশা ও পেশা সেই গুল্লু চরিত্রে থাকছেন সাইদুর রহমান পাভেল।

‘ব্ল্যাক মানি’তে সাইদুর রহমান পাভেল ও পূজা চেরি (ছবি: বঙ্গ)
এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সুব্রত, শিবা শানু, একে আজাদ সেতুসেহ অনেকে।
‘পোড়ামন ২’ ছাড়াও ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও সর্বশেষ ‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এর পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’, ‘নিঃশ্বাস’ ওয়েব ফিল্মগুলো বানিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এবার এলো তার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
