ঢালিউড
সেই হাতটি আরিফিন শুভর, সেপ্টেম্বরে আসছে ‘মুজিব’

‘মুজিব’ সিনেমার পোস্টারে আরিফিন শুভ (ছবি: ইনস্টাগ্রাম)
চোখে মোটা ফ্রেমের চশমা। গায়ে মুজিব কোট। মুখে গোঁফ। চুল ব্যাকব্রাশ করা। কল-রেডির মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আরিফিন শুভ। সামনে উত্তাল জনসমুদ্র। তাদের পানে হাত তুলেছেন তিনি। ‘মুজিব’ সিনেমার নতুন পোস্টার মোটামুটি এমন।
ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে কেমন দেখাবে আরিফিন শুভকে? এতদিন বিষয়টি নিয়ে চলেছে নানান জল্পনা-কল্পনা। অবশেষে প্রকাশ্যে এলো বঙ্গবন্ধুর সাজে এই অভিনেতার নতুন রূপ। যদিও শুধু একপাশ দেখা যাওয়ায় পুরোপুরি বোঝা যাচ্ছে না।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এতে দেখা গিয়েছিল, ৭ মার্চের রেসকোর্স ময়দানের পটভূমিতে জনসমুদ্রের দিকে উঁচিয়ে রাখা একটি হাত। ডায়াসের ওপর কালো ফ্রেমের চশমা।

‘মুজিব’ সিনেমার ফার্স্ট লুক (ছবি: ইনস্টাগ্রাম)
নতুন পোস্টারে দেখা যাচ্ছে, সেই হাত আরিফিন শুভর। এবারের পোস্টারে স্থান পেয়েছে অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম। একইসঙ্গে উল্লেখ রয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।
সিনেমায় তরুণী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং তরুণী রেনুর ভূমিকায় দেখা যাবে প্রার্থনা দীঘিকে। শেখ রেহানা চরিত্রে থাকছেন সাবিলা নূর ও সামন্ত রহমান।

‘মুজিব’ সিনেমার ফার্স্ট লুক (ছবি: ইনস্টাগ্রাম)
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান), দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী (বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন), শরীফ সিরাজ (শেখ জামাল), নাজিবা বাশার (সুলতানা কামাল খুকী)।
জাতীয় চার নেতার চরিত্রে আছেন দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), রিয়াজ (তাজউদ্দীন আহমদ), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরি (মনসুর আলী)।
অন্যান্য চরিত্র রূপদান করেছেন রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ.কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)।

‘মুজিব’ সিনেমার পোস্টারে আরিফিন শুভ (ছবি: ইনস্টাগ্রাম)
এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, আশিউল ইসলাম, হাসান দ্বীপ ও সুদীপ সারাঙ্গীকে।
২০২১ সালের ২১ জানুয়ারি ভারতের ফিল্ম সিটি মুম্ইোয়ে ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমার শুটিং শুরু হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মুজিব’। এর ট্যাগলাইন ‘একটি জাতির রূপকার’। সিনেমার ইংরেজি নাম ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
