সিনেমা হল
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে নতুন স্টার সিনেপ্লেক্স
সিনেমাপ্রেমী দর্শকদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চালু হচ্ছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হলের নতুন শাখা। আগামীকাল (১২ মে) থেকে এখানে সিনেমা উপভোগ করা যাবে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় অতীত, চ্যালেঞ্জ, অর্জন এবং অগ্রগতির বিষয়ের নতুন প্রজন্মেও সামনে প্রামাণিক তথ্য তুলে ধরবে এই স্থাপত্য। অত্যাধুনিক জাদুঘর ভবনের চারপাশে বাঁশবাগান, সুপারি গাছের সারি, সবুজ মাঠ ও জলাধার। নীল পানিতে ঝরনার নাচন। মাঠের ভেতরে কার্তুজের অবশিষ্টাংশ দিয়ে তৈরি যুদ্ধরত সৈনিকের স্থাপনা শিল্প জাদুঘরের মর্মার্থ তুলে ধরেছে।
জাদুঘরটির চমৎকার দৃষ্টিনন্দন আবহ, আলোকিত ঝরনা, বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর ও নয়নাভিরাম সৌন্দর্যময় পরিবেশে রয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এখানে থাকছে একটি সিনেমা হল। এর আসন সংখ্যা ১৮৩। মনোরম পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত শব্দ ব্যবস্থা, বিশাল পর্দাসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে এতে।
নতুন শাখা প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘নতুন একটি সিনেমা হল মানে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা। সামরিক জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সিনেমা দেখার সুযোগ রাজধানীবাসীর বিনোদনে নতুন মাত্রা যোগ করতে পারে। দেশব্যাপী আরও অনেক সিনেমা হল নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সিনেমা দেখার জন্য দর্শকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে।’
২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। এর আগে এর চারটি শাখা চালু হয়েছে ঢাকায়। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার এবং মিরপুর ১ নম্বরের সনি স্কয়ারে একটি করে শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং বগুড়ায় আরও দুটি শাখার নির্মাণ কাজ চলছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
