টেলিভিশন
মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

মো. খালেকুজ্জামান (ছবি: ফেসবুক)
মুক্তিযোদ্ধা ও অভিনেতা মো. খালেকুজ্জামান আর নেই। আজ (২১ মার্চ) সকাল ১১টার দিকে নিজের বাসায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
গুণী শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। তাদের চোখে, খালেকুজ্জামান ছিলেন ভালো মনের একজন মানুষ। সবসময় হাসিখুশি থাকতেন তিনি। প্রিয় সহকর্মীর জন্য দোয়া চেয়েছেন তারা।
ঢাকার নিকেতনে খালেকুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর। বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর। তারপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে বাদ এশা তৃতীয় জানাজা শেষে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তাঁর অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচারিত হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’তে বাবার ভূমিকায় দেখা গেছে তাঁকে।
খালেকুজ্জামান অভিনীত সাম্প্রতিক সময়ের সিনেমার তালিকায় রয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
