ঢালিউড
বড় পর্দায় এলো ‘নন্দিনী’, দর্শকদের প্রতি ইন্দ্রনীলের অনুরোধ

‘নন্দিনী’র পোস্টারে নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্ত (ছবি: নয়নতারা লিমিটেড)
ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ঢালিউডের তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে ২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ ও ২০১৬ সালে মুক্তি পায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’। ২০১৯ সালের শেষ প্রান্তে ‘নন্দিনী’ নামের একটি সিনেমার শুটিং করেন তিনি। কিন্তু বেশ কিছু জটিলতায় এর কাজ থমকে গেছে একাধিকবার। এরমধ্যে অন্যতম কারণ করোনা মহামারি। অবশেষে বড় পর্দায় এলো সেই সিনেমাটি।
আজ (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলার ২৬টি সিনেমাহলে মুক্তি পেয়েছে সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত ‘নন্দিনী’। এটি তার প্রথম সিনেমা। এতে সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ৫১ বছর বয়সী এই তারকা ‘নন্দিনী’র ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, ‘পাণ্ডুলিপি পাওয়ার পর গল্পটা খুব সুন্দর লেগেছে। চরিত্রনির্ভর ও অভিনয়কেন্দ্রিক সিনেমা হওয়ায় কাজটি করে মজা পেয়েছি। পুরো শুটিং উপভোগ করেছি। বিশেষ করে রোজ দুপুর ও রাতের খাবার মুখরোচক ছিলো। বাংলাদেশের আতিথেয়তা দারুণ। যত পারি তার চেয়েও বেশি খাওয়ায়! এটা উপভোগ্য।’

‘নন্দিনী’র দৃশ্যে নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্ত (ছবি: নয়নতারা লিমিটেড)
পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের প্রশংসা করে ইন্দ্রনীল বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার মনে হয়েছে আমার। সে জানে কী চায় ও সেসব বোঝাতে পারে। এর ফলে অভিনয়শিল্পীদের জন্য সুবিধে হয়। তখন আমরা জানি কোন দিকে যেতে হবে। সব মিলিয়ে কাজটি করে চমৎকার অভিজ্ঞতা হয়েছে।’
ভিডিও বার্তার শেষ ভাগে দর্শকদের সিনেমাহলে ‘নন্দিনী’ দেখার অনুরোধ জানিয়েছেন ইন্দ্রনীল। তার কথায়, ‘সুন্দর একটি সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। এতে সুন্দর গল্প ও গান আছে। ভালো লাগলে অন্যদের বলবেন যেন তারাও সিনেমাটি দেখতে যায়।’

‘নন্দিনী’র পোস্টারে ফজলুর রহমান বাবু, ইন্দ্রনীল সেনগুপ্ত ও নাজিরা মৌ (ছবি: নয়নতারা লিমিটেড)
‘নন্দিনী’তে ইন্দ্রনীলের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো তার। তাকে দেখা যাবে নাম ভূমিকায়। নিয়তির কাছে বারবার পরাজিত হলেও হার না মানা এক তরুণীর সংগ্রামকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত।
নিজের প্রথম সিনেমার মুক্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নাজিরা মৌ লিখেছেন, “কাজটি আমার জন্য্য ছিলো ভীষণ চ্যালেঞ্জিং, সেই সঙ্গে ভীষণ কষ্টসাধ্য। সব কষ্ট সার্থক হবে যদি সবাই সিনেমাহলে ‘নন্দিনী’ উপভোগ করেন । আশা করি, আপনারা নিরাশ হবেন না। সবার সঙ্গে সিনেমাহলে দেখা হচ্ছে।”

‘নন্দিনী’র দৃশ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত ও নাজিরা মৌ (ছবি: নয়নতারা লিমিটেড)
২০২২ সালে ‘নন্দিনী’র সব কাজ সম্পন্ন হয়। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর গত বছরের জুলাইয়ে অফিসিয়াল পোস্টার প্রকাশিত হলেও কোটা আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ঘটনায় এর মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত দিনের ঘোষণা দেওয়া হয়। এতে বিভিন্ন দৃশ্যে ইন্দ্রনীলের সঙ্গে নাজিরা মৌ’র রসায়নের কয়েক ঝলক দর্শকদের নজর কেড়েছে। সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কাজী আসিফ, আব্দুল্লাহ রানা, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর, সাঈদ বাবু, আনন্দ খালেদ, সঞ্চিতা দত্ত, আজম খান, মো. ইকবাল হোসেন, নিকুল কুমার মণ্ডল, নার্গিস, লীনা আহমেদ, শেলী আহসানসহ অনেকে। চিত্রগ্রহণে সুমন হোসেন।

‘নন্দিনী’র পোস্টার (ছবি: নয়নতারা লিমিটেড)
একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। ‘নন্দিনী’ প্রযোজনা করেছে নয়নতারা লিমিটেড। এতে গান রয়েছে চারটি। সবক’টির কথা লিখেছেন জাহিদ আকবর। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে ‘ব্যাকরণ’ ও ‘মন মেলেছে ডানা’ শিরোনামের দুটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে ন্যানসি ও সোমনূর মনির কোনাল। কাজী শুভর সুরে ‘ও লাল মেম’ ও ‘যাও ভেসে যাও’ শিরোনামের দুটি গান তার সঙ্গে গেয়েছেন স্বরলিপি ও আসিয়া দোলা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস