সিনেমা হল
বড় পর্দায় এলো মিথিলা-নাঈম জুটির ‘জলে জ্বলে তারা’

‘জলে জ্বলে তারা’ সিনেমার পোস্টার (ছবি: অনন্য সৃষ্টি প্রোডাকশন্স)
ভালোবাসা দিবস উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেতা এফ এস নাঈম জুটির সিনেমা ‘জলে জ্বলে তারা’। বড় পর্দায় এবারই প্রথম তাদের রসায়ন দেখা যাচ্ছে। এর আগে ছোট পর্দায় একসঙ্গে কাজ করেছেন তারা। ‘জাগো’ মুক্তির একযুগের বেশি সময় পর বড় পর্দায় ফিরলেন এফ এস নাঈম। তবে সিনেমায় প্রধান চরিত্রে এটাই তার প্রথম কাজ।
অরুণ চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’ উপভোগ করা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, সনি স্কয়ার শাখা, এসকেএস টাওয়ার শাখা ও বালি আর্কেড শাখা (চট্টগ্রাম), যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, উত্তরা দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও শ্রীপুরের চন্দ্রিমা সিনেমাহলে।

এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা (ছবি: ফেসবুক)
‘জলে জ্বলে তারা’য় সার্কাসকন্যা তারা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। হোসেন মাঝির ভূমিকায় আছেন এফ এস নাঈম। সিনেমায় একজন নারীর সংগ্রামের মোড়কে মিষ্টি একটি প্রেমের গল্প রয়েছে। এটি লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ। তিনি ও অনন্য প্রতীক চৌধুরী চিত্রনাট্য সাজিয়েছেন। আর পরিচালক ও গল্পকার মিলে সংলাপ লিখেছেন।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘জলে জ্বলে তারা’। ২০২১ সালের অক্টোবরে তিন সপ্তাহ মানিকগঞ্জে এই সিনেমার শুটিং হয়েছে। এরপর কয়েকবার এর মুক্তির তারিখ চূড়ান্ত করলেও পরে পিছিয়ে গেছে। অবশেষে দি অভি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাহলে এলো এটি।

‘জলে জ্বলে তারা’ সিনেমার পোস্টার (ছবি: অনন্য সৃষ্টি প্রোডাকশন্স)
‘জলে জ্বলে তারা’ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজুর নূর ইমরান, শাহেদ আলী, সাদিকা মালিহা শখ, ইকবাল খন্দকার। চিত্রগ্রহণ ও সম্পাদনায় রায়হান খান।
এদিকে আজ (১৪ ফেব্রুয়ারি) ‘ময়না’ নামের আরেকটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা মুক্তি পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে আছেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মঞ্জুরু ইসলাম মেঘ নিজেই।
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ‘ময়না’ দেখা যাচ্ছে দেশের ১৬ সিনেমাহলে। প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকন এই সিনেমার গল্প লিখেছেন। এতে আরো অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
