ঢালিউড
একটি বড় পর্দায় সাতদিন ‘অন্যদিন…’

‘অন্যদিন…’ সিনেমার দৃশ্য (ছবি: সারা আফরীন)
কামার আহমাদ সাইমন পরিচালিত জলত্রয়ী সিরিজের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন…’ মুক্তি পাচ্ছে আজ (১১ জুলাই)। রাজধানী ঢাকার সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে টানা সাতদিন টিকিট কেটে এটি দেখা যাবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এর প্রদর্শনী হবে।
‘ভেসে বেড়ানো একটা দেশের গল্প, একটা দশকের গল্প’ প্রতিপাদ্য নিয়ে তৈরি হয়েছে সারা আফরীন প্রযোজিত ‘অন্যদিন…’ (ডে আফটার টুমরো)। ২০১৭ সালে ৭০তম কান ফিল্ম ফেস্টিভ্যালের সিনেফঁদাসো শাখার লা’তেলিয়ার ১৩তম আসরে নির্বাচিত হয় সিনেমাটির চিত্রনাট্য। এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডামে (ইডফা)।

‘অন্যদিন…’ সিনেমার পোস্টার ও কামার আহমাদ সাইমন (ছবি: সাইফুল ইসলাম সৈকত)
আন্তর্জাতিক অঙ্গনে অনেক স্বীকৃতি পেয়েছে ‘অন্যদিন…’। ২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অর্থসহায়তা পায় এটি। নিউইয়র্কে মিউজিয়াম অব মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে আমন্ত্রিত হয় এই সিনেমা। অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে এটি। সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোর্সে পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন কামার আহমাদ সাইমন। ফলে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নির্মাতা হিসেবে তাকে পিয়াৎজা গ্রান্দায় সম্মাননা দেওয়া হয়। এছাড়া ফ্রান্সে ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস ও জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে কামার আহমাদ সাইমন ও সারা আফরীন (ছবি: কামারশালা)
বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হলেও দেশের রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড ‘অন্যদিন…’ আটকে রেখেছিলো বলে দাবি করেন পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন দম্পতি।
‘অন্যদিন…’ মুক্তি প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, “একটি সিনেমাকে গায়েব করা মানে, একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২০২৪-এর জুলাইয়ের আগে ‘অন্যদিন…’ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা ছিলো। এ কারণে ভেবেছিলাম আর কোনো সিনেমা বানাবো না। কিন্তু জুলাই এসে সব ওলোট-পালোট করে দিলো। কাক ও কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়– যেকোনো শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করে না দেন। বিগত সরকারের জন্য সিনেমাটি প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিলো। জুলাই এলো বলেই ‘অন্যদিন…’ দেখানো যাচ্ছে। সেজন্য আমরা ঠিক করি জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দেবো এটি।”

‘অন্যদিন…’ সিনেমার দৃশ্য (ছবি: সারা আফরীন)
জলত্রয়ী তথা ওয়াটার ট্রিলজির প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ নির্মাণ করে আলোচিত হন কামার আহমাদ সাইমন। জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া বাংলাদেশের উপকূল অঞ্চল সুন্দরবন তথা দক্ষিণবঙ্গের নদী ও মানুষদের জীবনযাপন তুলে ধরা হয়েছে এতে। এটি ২০১৩ সালে প্যারিসের সিনেমা দ্যু রিলে’তে গ্রাঁ প্রিঁ জিতেছে। এরপর মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণশঙ্খ জয় করেছে সিনেমাটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস