ঢালিউড
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার যাত্রী যারা

(বাঁ থেকে) তানিম নূর, ইন্তেখাব দিনার, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, শিশুশিল্পী, জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী ও আজমেরী হক বাঁধন (ছবি: হইচই স্টুডিওস)
মঞ্চে ট্রেনের কামরার আদল। বিভিন্ন চরিত্রের নামে ডাকার পর একে একে ট্রেন থেকে নেমে এলেন চেনা সব প্রিয়মুখ। তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হলো এভাবে। নতুন এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ।
গতকাল (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে ‘বনলতা এক্সপ্রেস’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। অভিনয়শিল্পী তালিকা উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরো ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

(বাঁ থেকে) মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ (ছবি: হইচই স্টুডিওস)
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। এর গল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী চিত্রা অসুস্থ মামাকে দেখতে ট্রেনে দিনাজপুর রওনা দেয়। একই ট্রেনে মাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে তরুণ চিকিৎসক আশহাব। তাদের ঘিরেই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে।

(বাঁ থেকে) তানিম নূর, ইন্তেখাব দিনার ও মোশাররফ করিম (ছবি: হইচই স্টুডিওস)
পরিচালক তানিম নূর বলেন, “হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন আশা করি।”

(বাঁ থেকে) জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী ও আজমেরী হক বাঁধন (ছবি: হইচই স্টুডিওস)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নাম। ভিডিওর নেপথ্যে বেজেছে অর্থহীন ব্যান্ডের গান ‘চাইতেই পারো’। মিট দ্য প্রেসেও বাজানো হয়েছে এটি।

সাবিলা নূর (ছবি: হইচই স্টুডিওস)
চলতি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ট্রেনের সেট বানিয়ে বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে। বুড়িগঙ্গা টকিজ, হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স প্রযোজিত ‘বনলতা এক্সপ্রেস’ বড় পর্দায় মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

শরিফুল রাজ (ছবি: হইচই স্টুডিওস)
১৮৪৩ সালে প্রকাশিত ব্রিটিশ কথাসাহিত্যিক চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ গত ঈদে চমকে দিয়েছে! নব্বই দশকের ঢাকার মোহাম্মদপুরের গল্প নিয়ে তারকাবহুল সিনেমাটি সবশ্রেণির দর্শকদের মন জয় করেছে। এবার হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তিনি পরিচালনা করবেন ‘বনলতা এক্সপ্রেস’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
