বলিউড
বয়স ধরে রাখার ওষুধের পাশাপাশি যে কারণে মৃত্যু হলো শেফালির

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)
‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন। হঠাৎ কেনো মৃত্যু হলো তার, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি জমিয়েছেন তিনি। এছাড়া বয়স ধরে রাখার ওষুধও কাল হয়ে থাকতে পারে।
শেফালির মৃত্যু-রহস্য উদ্ঘাটনে তার মা-বাবা, স্বামীসহ পরিবার ও মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তাদের অ্যাপার্টমেন্টের বাসিন্দাসহ মোট ১০ জনের জবানবন্দি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে পুলিশ। মৃত্যুর দিন অর্থাৎ গত ২৭ জুন শেফালির বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। এ কারণে সকাল থেকে আনুমানিক বিকেল ৩টা পর্যন্ত উপোস ছিলেন তিনি।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)
ঘরের রাঁধুনি জানান, পূজা শেষে ফ্রিজ থেকে সামান্য কিছু বের করে খেয়েছিলেন শেফালি। পূজা উপলক্ষে বেশ কয়েকজন অতিথির আনাগোনা ছিলো। তাই বিশ্রাম নেওয়ার ফুরসত পাননি তিনি। রাত ১০টা ৩০ মিনিটের সময় সবার সামনেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান শেফালি। তাকে নিয়ে বেসরকারি একটি হাসপাতালে ছোটেন স্বামী। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে তার।
পুলিশের প্রাথমিক ধারণা, উপোসের কারণে রক্তচাপ কমে গিয়েছিলো শেফালির। এর ফলে তার হৃদরোগ হতে পারে। এছাড়া বয়স ধরে রাখতে দীর্ঘদিন ধরে ওষুধ ও ইঞ্জেকশন নিচ্ছিলেন তিনি। সেগুলোরও পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু ঘটে থাকতে পারে। তার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে দুই দিনের মধ্যে।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে ওশিয়ারা শ্মশানে দাহ করার আগে মালার চাদরে শায়িত ছিলেন শেফালি। তখন শেষবারের মতো তার কপালে চুম্বন করেন পরাগ ত্যাগী। দাহ শেষে আরব সাগরে স্ত্রীর অস্থিভস্ম ভাসিয়ে চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছেন পরাগ। তার সঙ্গে ছিলেন শেফালির মা সুনিতা ও পরিবারের সদস্যরা ও বন্ধুবান্ধব। তারাও কান্নায় ভেঙে পড়েন।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউডের কালজয়ী গান ‘কাঁটা লাগা’ ২০০২ সালে রিমিক্স করেন ডিজে ডল। এর মিউজিক ভিডিওতে নেচে নজর কাড়েন শেফালি জরিওয়ালা। তখন তার বয়স ছিলো ২০ বছর। ঘরে-বাইরে ও রাস্তাঘাটে দিনেরাতে সর্বত্র বাজতো ‘কাঁটা লাগা’ গান। গ্রামে কিংবা শহরের দর্শকদের মধ্যে মিউজিক ভিডিওটি নিয়ে হইচই পড়ে যায়। এতে ঝলমলে পোশাকে শেফালির নাচে সবার চোখ আটকে ছিলো। সেই এক গানের সুবাদে রাতারাতি তারকা বনে যান তিনি। ২৩ বছর পেরিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ নামেই তাকে মনে রেখেছে দর্শক-শ্রোতারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস