সিনেমা হল
‘বরবাদ’ দিয়ে বিশ্বমঞ্চে শাকিবের এসকে ফিল্মস

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমার পরিবেশনা শুরু করছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি দেবে এই প্রতিষ্ঠান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর আমেরিকায় এসকে ফিল্মস ইউএসএ ও মধ্যপ্রাচ্যে এসকে ফিল্মস ইউএই সিনেমা পরিবেশনার কার্যক্রম পরিচালনা করবে। অচিরেই ইউরোপ ও অস্ট্রেলিয়ায় এসকে ফিল্মস সিনেমার পরিবেশনা শুরু করবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গত ৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ’র আন্তর্জাতিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ’র সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর ও ফারজানা আক্তার। তারা বলেন, “বাংলাদেশে দর্শকদের মধ্যে ‘বরবাদ’ নিয়ে উন্মাদনা দেখে সিনেমাটি উপভোগ করতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙালিরা। শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দেখে মুগ্ধ হওয়া প্রবাসীরা এবার ‘বরবাদ’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে ‘বরবাদ’ চলবে। এরমধ্যে উল্লেখযোগ্য– নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরেন্টো শহরে দেখা যাবে সিনেমাটি।
শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমা তিনটি প্রযোজনা করেছে এসকে ফিল্মস। এবার পরিবেশনায় যুক্ত হলো প্রতিষ্ঠানটির নাম। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ বাংলা সিনেমার জন্য সুফল বয়ে আনবে। সেই সঙ্গে বিশ্বময় দেশীয় বাংলা সিনেমার জয়যাত্রা অব্যাহত থাকবে।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
এদিকে মুক্তির তৃতীয় সপ্তাহে রাজধানী ঢাকাসহ সারাদেশের ১২১টি সিনেমাহলে চলছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন– সবখানে প্রতিদিন সব শো হাউজফুল যাচ্ছে। পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আজ (১১ এপ্রিল) সকল মাল্টিপ্লেক্স মিলিয়ে ‘বরবাদ’-এর শো ৭২টি। সারাদেশে সকল সিনেমাহলে প্রায় ৪৪০টি শো!
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের তথ্যানুযায়ী, ৩১ মার্চ থেকে ঈদের প্রথম সাত দিনে ‘বরবাদ’-এর ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, সিনেমাটির বাজেট ১৫ কোটি টাকা। এর বুকিং মানি সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এসেছে। ফলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির আগে টেবিল কালেকশন থেকেই লগ্নির এক-তৃতীয়াংশের বেশি পাওয়া গেছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
‘বরবাদ’-এ আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জিল্লু চরিত্রে আছেন ভারতের শ্যাম ভট্টাচার্য।
‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এর মধ্য দিয়ে ২২ বছর পর আবার যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেলো তাকে। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মানব সাচদেব।

‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
‘বরবাদ’ সিনেমায় প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। এ নিয়ে বড় পর্দায় দ্বিতীয়বার তাদের রসায়ন দেখা গেলো। ২০১৮ সালে কলকাতার রাজীব কুমার বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ সিনেমায় জুটি বাঁধেন তারা।
‘বরবাদ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের পৃথক দুটি ইউটিউব চ্যানেলে গত ২৮ মার্চ এসেছে ‘চাঁদ মামা’ গানটি। এরমধ্যে রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে এর ভিউ সংখ্যা ১ কোটি বারের বেশি। প্রীতমের চ্যানেলে সেই সংখ্যা ৭৫ লাখ বারের বেশি। দুটোই এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ ও ২ নম্বরে আছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
সিনেমাটির অন্য গানগুলো হলো প্রীতম হাসানের সুর করা ও গাওয়া ‘দ্বিধা’, জি.এম. আশ্রাফের লেখা, সুর করা ও গাওয়া ‘নিঃশ্বাস’, রিতাম সেনের কথা ও রথিজিৎ ভট্টাচার্যের সুরে ইমরান মাহমুদুল ও কোনালের গাওয়া ‘মায়াবী’, নোবেলের গাওয়া ‘মহামায়া’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
