বলিউড
বলিউড ২০২৩: প্রথম তিন মাসের বাদশা ‘পাঠান’, বাকি সবই ফ্লপ

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)
নতুন বছরের প্রথম অংশ ভালোই কাটলো বলিউডের। এর মূল কৃতিত্ব যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার। এর মাধ্যমে বলিউড বাদশা শাহরুখ খানের পূর্ণাঙ্গ নায়ক হিসেবে প্রত্যাবর্তন হয়েছে। এটি ছাড়া বড় বাজেটের কোনো সিনেমা লাভ তো দূরের কথা, খরচও তুলে আনতে পারেনি।
বি-টাউনে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের শেষ দিন পর্যন্ত মুক্তি পেয়েছে ২২টি সিনেমা। এরমধ্যে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ৭টি সিনেমা। এগুলো হলো সিদ্ধার্থ মালহোত্রা ও রাশমিকা মান্দানার ‘মিশন মজনু’ ও ইয়ামি গৌতম ধর ও সানি কৌশলের ‘চোর নিকাল কে ভাগা’ (নেটফ্লিক্স), রাকুল প্রীত সিং অভিনীত ‘ছাত্রীওয়ালি’, ইয়ামি গৌতম ধরের ‘লস্ট’, কুনাল খেমু ও শ্বেতা ত্রিপাঠির ‘কঞ্জুস মাখিচুস’ (জিফাইভ), মনোজ বাজপেই ও সুরজ শর্মার ‘গুলমোহর’, সারা আলি খান, বিক্রান্ত ম্যাসি ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘গ্যাসলাইট’ (ডিজনি প্লাস হটস্টার)।
চলতি বছর সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত বলিউডের ১৫টি সিনেমার কোনটির নির্মাণ বাজেট কত, মুক্তির প্রথম সপ্তাহে কত আয় করলো আর মোট আয়ের অঙ্ক কত, চলুন একঝলকে দেখা যাক।

‘পাঠান’ সিনেমার পোস্টারে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: যশরাজ ফিল্মস)
পাঠান
অভিনয়: শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম
নির্মাণ বাজেট: ২৫০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ৩৭৮ কোটি রুপি
বক্স অফিসে মোট আয়: ৫৪২ কোটি রুপি

শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর (ছবি: টুইটার)
তু ঝুঠি ম্যায় মাক্কার
অভিনয়: রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর
নির্মাণ বাজেট: ১৬৫ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে আয়: ৯২ কোটি ৪৪ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ১৩৯ কোটি রুপি

‘শেহজাদা’ সিনেমায় কার্তিক আরিয়ান ও কৃতি স্যানন (ছবি: টুইটার)
শেহজাদা
অভিনয়: কার্তিক আরিয়ান, কৃতি স্যানন
নির্মাণ বাজেট: ৮৫ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে আয়: ২৬ কোটি রুপি
বক্স অফিসে মোট আয়: ৩২ কোটি ২০ লাখ রুপি

‘সেলফি’ সিনেমায় ইমরান হাশমি ও অক্ষয় কুমার (ছবি: টুইটার)
সেলফি
অভিনয়: অক্ষয় কুমার, ইমরান হাশমি
নির্মাণ বাজেট: ১৭৫ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ১৪ কোটি ১০ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ১৬ কোটি ৮৫ লাখ রুপি

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
অভিনয়: রানি মুখার্জি
নির্মাণ বাজেট: ৩০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ১০ কোটি ৫১ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ১৭ কোটি ৫ লাখ রুপি

‘ভোলা’ সিনেমায় অজয় দেবগণ (ছবি: টুইটার)
ভোলা
অভিনয়: অজয় দেবগণ, টাবু
নির্মাণ বাজেট: ১০০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ৫৯ কোটি ৯৮ লাখ রুপি
বক্স অফিসে প্রত্যাশিত মোট আয়: ৯০ কোটি রুপি

‘কুত্তে’ সিনেমায় অর্জুন কাপুর ও টাবু (ছবি: টুইটার)
কুত্তে
অভিনয়: অর্জুন কাপুর, টাবু, রাধিকা মদন, কঙ্কনা সেন শর্মা
নির্মাণ বাজেট: ৩০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ৪ কোটি ৫ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ৪ কোটি ৬৫ লাখ রুপি

‘ভিড়’ সিনেমায় ভূমি পেডনেকর (ছবি: টুইটার)
ভিড়
অভিনয়: রাজকুমার রাও, ভূমি পেডনেকর
নির্মাণ বাজেট: ৪০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ১ কোটি ৯০ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ২ কোটি ২৫ লাখ রুপি

‘জুইগাতো’ সিনেমায় কপিল শর্মা (ছবি: টুইটার)
জুইগাতো
অভিনয়: কপিল শর্মা
নির্মাণ বাজেট: ১৫ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ১ কোটি ৫০ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ১ কোটি ৫০ লাখ রুপি

‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’ সিনেমায় আলিয়া এফ (ছবি: টুইটার)
অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত
অভিনয়: আলিয়া এফ, করণ মেহতা
নির্মাণ বাজেট: ১০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ২৫ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ২৫ লাখ রুপি

‘ফারাজ’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)
ফারাজ
অভিনয়: আদিত্য রাওয়াল, জাহান কাপুর
নির্মাণ বাজেট: ২০ কোটি রুপি
মুক্তির প্রথম সপ্তাহে ব্যবসা: ১৫ লাখ রুপি
বক্স অফিসে মোট আয়: ১৫ লাখ রুপি
- এখানে শুধু হিন্দি সংস্করণের ব্যবসা উল্লেখ করা হয়েছে।
- তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
