ছবিঘর
বসন্তে ভালোবাসার দিনে তারকারা
আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। বাহারি পোশাক ও নানান সাজে দিনটি উদযাপন করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। কেউবা পরিবার নিয়ে ঘুরছেন বিদেশে। স্বজন ও প্রিয়জনদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০১৩ সালে জন্মদিনে পাওয়া একটি কার্ডের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘যখন একজন পুরুষ রাগ ও হতাশ না হয়ে একজন নারীর অনুভূতি শুনতে পারে, তখন সে তাকে একটি দারুণ উপহার দেয়। মেয়েটি যেন নিজেকে প্রকাশ করতে পারে সেটি নিশ্চিত করে ছেলেটি। মেয়েটি যত বেশি নিজেকে প্রকাশ করতে পারে, সে তত বেশি শুনতে পায় এবং বুঝতে পারে। মেয়েটি তারও বেশি ছেলেটির প্রয়োজন অনুযায়ী ভালোবাসার আস্থা, গ্রহণযোগ্যতা, প্রশংসা, মর্যাদা, অনুমতি এবং উৎসাহ দিতে পারে।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সকালে তোলা এই ছবি শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

লাল শাড়ি পরা ছবি শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘একটু দেরি হয়ে গেলো।
সে তো শপিংয়ে ব্যস্ত ছিল এখন পেলাম আমার বাবাকে।’

চিত্রনায়িকা শবনম বুবলী ছেলে শেহজাদ খান বীরকে কোলে নিয়ে তোলা ছবি শেয়ার করেছেন। তার চাওয়া, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়।’ তিনি যোগ করেছেন, ‘তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কী! সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গাজীপুরের একটি রিসোর্টে স্বামী সনি পোদ্দারকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছেন। মিমের ভাষায়, ‘তুমি প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডের মতো অনুভূতি এনে দাও।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে মোমবাতির আলোয় মধুর সময় কাটিয়েছেন। নিজেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভালোবাসার মানুষের সঙ্গে তোলা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

অভিনেত্রী অহনা রহমান ও তার মায়ের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। অহনার মাকে নিজের প্রিয় আন্টি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

অভিনেতা তৌসিফ মাহবুব স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডের ফুকেটে ভালোবাসা দিবস উদযাপন করছেন। তার কথায়, ‘ভ্যালেন্টাইন ভ্রমণ।’

অভিনেত্রী শবনম ফারিয়া বাসন্তী শাড়ি পরা ছবি শেয়ার করেছেন।

অভিনেতা মিশা সওদাগর অনেক পুরনো একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসা তোমায় সালাম।’ ছবিটিতে তার পাশে আছেন স্ত্রী।

চিত্রনায়ক মামনুন ইমন ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ভালোবাসা দিবসের বিকেলে অমর একুশে বইমেলায় ছিলেন কিছুক্ষণ। তার কাব্যগ্রন্থ ‘ডানপন্থী কবিতারা’ প্রকাশিত হয়েছে। এর আগে তিনি লিখেছেন, ‘ভালোবাসা মিষ্টি রোদের মতো ছুঁয়ে যাক আমাদের মনকে। জীবন এতো ছোট, এই ছোট জীবনে সম্পর্কের মৃত্যুগুলো না আসুক। আমি অনেক ভালোবাসতে চাই আর অনেক ভালোবাসা পেতেও চাই, তবে আমি কিন্তু লোভী নই। সবাইকে অনেক ভালোবাসা।’

সূর্যমুখী ফুলের সমারোহে তোলা ছবি শেয়ার করেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি। তার আহ্বান, ‘প্রিয়জনকে ফুল দিন, তবে ফুলে যেন না যায়।’ তিনি যোগ করেছেন, ‘বসন্ত এসে গেছে, অনেকেই ফেঁসে গেছে।’

হলুদ রঙা ওয়েস্টার্ন পোশাক পরা ছবি শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা ঐশী।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																			 
									 
																			 
											 
											 
											 
											 
											