সিনেমা হল
বাংলাদেশের পর্দায় প্রথমবার নেপালি সিনেমা

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র দুই মূল তারকা সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন (ছবি: ট্রাই-সিটি পিকচার্স)
নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ মুক্তি পেলো বাংলাদেশে। আজ (১৮ জুলাই) থেকে ঢাকা-চট্টগ্রামসহ স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলছে এটি। দীপেন্দ্র গাউছানের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই নেপালি ভাষার সিনেমায় লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমের গল্প বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে।
‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমায় নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে। গল্পের মূল দুটি চরিত্রের মধ্যে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। এরপর এক ক্যাফেতে প্রথম দেখা। অনিচ্ছাকৃত ঘটনায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অপহরণ করে ছেলেটি। সেখান থেকে শুরু হয় অপহরণের ‘ভুল বোঝাবুঝি’র যাত্রা। মেয়েটিকে পাহাড়ি অঞ্চল থেকে অপহরণ করে সমতলভূমিতে নিয়ে যায় ছেলেটি। মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখায়। মেয়েটি সেখানকার মানুষ ও সংস্কৃতিকে ভালোবাসতে শুরু করে। তারা ভিন্ন সম্প্রদায়ের হলেও ভালোবাসার বন্ধনে জড়ায়।

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র দুই মূল তারকা সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন (ছবি: ট্রাই-সিটি পিকচার্স)
সাফটা চুক্তির আওতায় ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। অন্যদিকে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমাসহ ৬টি শাখায় পুরস্কার পেয়েছে।

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র দুই মূল তারকা সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন (ছবি: ট্রাই-সিটি পিকচার্স)
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, গতকাল (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সের শাখায় ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্টদূত। এছাড়া ছিলেন ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ ও ‘ন ডরাই’ সিনেমার কলাকুশলীরা।

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র দুই মূল তারকা নাজির হুসেন ও সৃষ্টি শ্রেষ্ঠা (ছবি: ট্রাই-সিটি পিকচার্স)
২০২৩ সালে সাফটা চুক্তির আওতায় পাঁচ শর্তে বাংলাদেশের সিনেমাহলে উপমহাদেশের সিনেমা মুক্তির অনুমতি দেয় সরকার। এর ফলে বলিউড থেকে একে একে এসেছে শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমা। এবারই প্রথম বাংলাদেশে এলো নেপালি সিনেমা। একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে দেশটির সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। বলা যায়, ‘মিসিং’ দিয়েই বাংলাদেশের সিনেমাহলে শুরু হলো নেপালি সিনেমার যাত্রা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস