ফিল্ম ফেস্টিভ্যাল
চেক প্রজাতন্ত্রের উৎসবে বাংলাদেশ, ‘আমাদের অভিজ্ঞতা দারুণ’

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) মেহেজাবীন খান, মোস্তফা মন্ওয়ার, মেহেদী হাসান, ভিক্টোরিয়া চাকমা ও অরণ্যক পৃথিবী (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
ইউরোপের চেক প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (কেভিআইএফএফ) বাংলাদেশের ‘বালুর নগরীতে’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। এর ইংরেজি নাম ‘স্যান্ড সিটি’। এটি মেহেদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবটির ৫৯তম আসরে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ‘বালুর নগরীতে’। উদ্বোধনী প্রদর্শনীতে নির্মাতার সঙ্গে ছিলেন কয়েকজন কলাকুশলী।
কার্লোভি ভ্যারি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে তোলা কয়েকটি ছবি গতকাল (৯ জুলাই) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেহেদী হাসান লিখেছেন, “কার্লোভি ভ্যারি উৎসবে আমাদের দারুণ অভিজ্ঞতা হলো। টিম ‘স্যান্ড সিটি’কে ধন্যবাদ, কেভিআইএফএফকে ধন্যবাদ।”
মেহেদী হাসান উল্লেখ করেছেন, উৎসবে গত ৭ জুলাই থেকে ‘বালুর নগরীতে’ সিনেমার তিনটি প্রদর্শনী হয়েছে। আজ (১০ জুলাই) আবার দেখানো হবে এটি। কার্লোভি ভ্যারি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয় গত ৪ জুলাই। উৎসবটির পর্দা নামবে আগামী ১২ জুলাই।

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) অরণ্যক পৃথিবী, ভিক্টোরিয়া চাকমা, মেহেদী হাসান, মোস্তফা মন্ওয়ার, মেহেজাবীন খান ও সাবরিনা আইরিন (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
উৎসবে নিজেদের সিনেমার প্রদর্শনীতে নির্মাতার সঙ্গে ছিলেন অভিনেতা মোস্তফা মন্ওয়ার ও তার স্ত্রী সাবরিনা আইরিন, অভিনেত্রী ভিক্টোরিয়া চাকমা, সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবী, সহ-প্রযোজক মাহজাবীন খান। তাদের একজনের বিমান খরচ বহন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। উৎসবে নির্বাচিত হওয়ায় অভিনেতা মোস্তফা মন্ওয়ার ও সাউন্ড ডিজাইনার আরণ্যক পৃথিবীকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

‘বালুর নগরীতে’ সিনেমায় ভিক্টোরিয়া চাকমা (ছবি: খনা টকিজ)
সিনেমাটির মূল দুই চরিত্র ঢাকার বাসিন্দা এমা ও হাসান একে অপরের পরিচিত নয়। কিন্তু তাদের মধ্যে মিল আছে। তারা দুই জনই বালি চোর। নিজের পোষা বিড়ালের ক্যাট লিটারের জন্য স্কুটারে করে এমা বালু চুরি করে। হাসানের উদ্দেশ্য কাচ তৈরি করা। সে বালুর প্ল্যান্টে কাজ করে। তার স্বপ্ন, একদিন কাচ তৈরির কারখানার মালিক হওয়া। একদিন একটি কাটা আঙুল পাওয়ার পর থেকে তাদের জীবন নাটকীয়ভাবে বাঁক নিতে থাকে। তারা ধীরে ধীরে বুঝতে পারে, মানুষের মন কাচের মতো সহজেই ভেঙে যেতে পারে।

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) ভিক্টোরিয়া চাকমা, মেহেদী হাসান ও মোস্তফা মন্ওয়ার (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
‘স্যান্ড সিটি’র গল্প ভাবনা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, তিনি একসময় বাসায় বিড়াল পুষতেন। তার দুটি বিড়াল ছিলো। তাদের জন্য ক্যাট লিটারের প্রয়োজন হতো। সেজন্য তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা, রাস্তার মোড় ও নির্মাণাধীন ভবনের আশপাশ থেকে বালু সংগ্রহ করতেন। এভাবে গল্পটি তার ভাবনায় আসে।

‘বালুর নগরীতে’ সিনেমায় মোস্তফা মন্ওয়ার (ছবি: খনা টকিজ)
২০১৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লে সিনেমাস দ্যু মন্দ’ প্যাভিলিয়নে ফ্রেঞ্চ ইনস্টিটিউট আয়োজিত লা ফেব্রিক সিনেমা (দ্য সিনেমা ফ্যাক্টরি) কার্যক্রমে নির্বাচিত হয় ‘স্যান্ড সিটি’র পাণ্ডুলিপি। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেওয়া ফিল্ম প্রফেশনালদের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান তরুণ নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়াই এই কার্যক্রমের উদ্দেশ্য। ফলে বিভিন্ন দেশের পরিবেশক ও এজেন্টদের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় মেহেদী হাসানের। এরপর ‘বালুর নগরীতে’ সিনেমার গল্প লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তহবিল পায়।
লোকার্নোতে মেহেদী হাসান পরিচিত মুখ। ২০১৬ সালে তার প্রথম শর্টফিল্ম ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। ২০১৮ সালে উৎসবটিতে দেখানো হয় তার পরিচালিত ‘ডেথ অব অ্যা রিডার’। ২০২০ সালে লোকার্নোতে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রথম শর্টফিল্ম হিসেবে মেহেদী হাসানের ‘দ্য বোরিং ফিল্ম’ নির্বাচিত হয়।
খনা টকিজের ব্যানারে ‘বালুর নগরীতে’ প্রযোজনা করেছেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘শিমু’র পরিচালক রুবাইয়াত হাসান ও আদনান ইমতিয়াজ আহমেদ। এটি বিপণনের জন্য স্বত্ব কিনে নিয়েছে ব্যাংককের পরিবেশনা সংস্থা ডাইভার্সন। বাংলাদেশ ও সুইজারল্যান্ড ব্যতীত বিশ্বব্যাপী এই সিনেমা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস