শুভেচ্ছা
বাংলাদেশের মেয়েদের অভিনন্দনে ভাসালেন তারকারা

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
প্রথমবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় বাংলাদেশের মেয়েদের অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকা-শিল্পীরা। তাদের চোখে, এই বিজয় বাংলাদেশের নারী ফুটবলের এগিয়ে যাওয়ার গল্প, হার না মানা লড়াইয়ের গল্প।
আজ (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। এরপর থেকে তাদের প্রশংসায় টইটম্বুর করছে সোশ্যাল মিডিয়া। আকাশে-বাতাসে সাবাশ বাঘিনীরা প্রতিধ্বনি।
ঢালিউড সুপারস্টার শাকিব খান ট্রফির ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাঘিণীরা। আমাদের মেয়েরা ইতিহাস গড়েছে। এগিয়ে যাও।’

জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: ফেসবুক)
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফির সঙ্গে ছয় নারী ফুটবলার এবং কোচ ছোটনের কোলাজ শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)
মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফী লিখেছেন, ‘লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছে বাংলাদেশের দামাল মেয়েরা।’
সংগীতশিল্পীদের মধ্যে কুমার বিশ্বজিৎ বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। নকীব খান লিখেছেন, ‘সাবাশ! সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন বাংলাদেশের বাঘিণীরা। তোমরা আমাদের গর্ব।’

কুমার বিশ্বজিৎ (ছবি: ফেসবুক)
মাকসুদুল হকের মন্তব্য, ‘নারী ফুটবল দল দেশে ফেরার পর কেমন সম্মান পায় সেদিকে তাকিয়ে আছি।’
অভিনেত্রী অপি করিমের কথায়, ‘বাংলাদেশ নারী ফুটবল দল আমার গর্ব।’

অপি করিম (ছবি: ফেসবুক)
অভিনেতা সাজু খাদেম মনে করেন, ‘সানজিদা আখতার ও তার দল শুধু ফুটবলেই লাথি দেয়নি। কূপমন্ডুকতার মুখেও লাথি দিয়েছেন।’
মোস্তফা সরয়ার ফারুকী তার মেয়ে ইলহামকে নিয়ে খেলা দেখেছেন। তিনি লিখেছেন, ‘ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরা খেলা দেখছি, হইচই করছি, চিৎকার করছি। আমি জানি না ও কিছু বুঝতে পারলো কিনা বা বড় হয়ে মনে থাকবে কিনা বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনি, বাধা ডিঙ্গায়ে যে পথ তোমরা চলছো, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’
একই অভিমত অভিনেত্রী অরুণা বিশ্বাসের, ‘আমাদের মেয়েরা সবসময়ই বিজয়ী। আমরা অনুপ্রাণিত। অভিনন্দন বাঘিনী দল।’

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মনে করিয়ে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের একটি কথা, ‘দাবায়া রাখতে পারবা না।’
একই ঐতিহাসিক উক্তি দিয়ে চার নারী ফুটবলারের গ্রাফিক্সের সঙ্গে ‘বিউটি সার্কাস’ সিনেমার লোগো সংবলিত একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান ও পরিচালক মাহমুদ দিদার।
কাজী নওশাবা আহমেদের আহ্বান, ‘যত্নটা বহমান থাকুক এই নবীন, লড়াকু প্রাণগুলোর প্রতি!’
বন্যা মির্জা লিখেছেন, ‘তোমাদের জন্য ভালোবাসা মেয়েরা।’
অধিনায়ক সাবিনা খাতুনের হাতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার একটি ছবি এবং লাল-সবুজ জার্সিতে কয়েকজন নারী ফুটবল দলের ছবি শেয়ার করে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘এমন ছবি বারবার দেখতে মন চায়।’
দুটি ফুলের তোড়ার ইমোজি জুড়ে দিয়ে শিহাব শাহীনের অনুভূতি, ‘অসাধারণ! অভিনব! দুর্দান্ত! অজস্র অভিনন্দন। সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল! আমরা গর্বিত।’

জাকিয়া বারী মম (ছবি: ফেসবুক)
এছাড়া অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, রুনা খান, অভিনেতা শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, একে আজাদ সেতু, সংগীতশিল্পী জয় শাহরিয়ার, সুজন আরিফ, আরমান খান, ফারহিন খান জয়িতা, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, ইমেল হক, ইমরাউল রাফাতসহ অনেকে।
সোমবার ফেসবুকে দেওয়া সানজিদা আক্তারের স্ট্যাটাস শেয়ার করেছেন বিনোদনদাতা তারকা-শিল্পীরা। অদম্য নারী ফুটবল দল ইতিহাস গড়ার পর সব ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। মেয়েদের এই দলটিকে বীরোচিত ও জাতীয় সংবর্ধনা এবং বাঘিনীদের সম্মানজনক সম্মানী দেওয়ার দাবি উঠেছে। তারকারা মনে করেন, বাফুফে কিংবা রাষ্ট্রের তরফে বিশেষ পুরস্কার এবং বোনাস তাঁদের অধিকার।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																			 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											