গান বাজনা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মাঠ মাতাবেন জেফার

জেফার রহমান (ছবি: ফেসবুক)
ফুটবল মাঠে নাচে-গানে দর্শকদের মাতাবেন সংগীতশিল্পী-অভিনেত্রী জেফার রহমান। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ শুরুর আগে থাকছে তার ঝলমলে পরিবেশনা। আজ (১০ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। দুই দল মাঠে নামার আগে ছড়াবে সুরের মূর্ছনা।
গতকাল (৯ জুন) সোশ্যাল মিডিয়ায় জেফার লিখেছেন, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। চলো যাই বাংলাদেশ!’
কনসার্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে জেফার ছাড়াও সংগীত পরিবেশন করবেন মুজা। কনসার্ট সঞ্চালনা করবেন বাফুফের অফিসিয়াল সঞ্চালক মাহামুদা মাহা।

জেফার রহমান ও মুজা (ছবি: ফেসবুক)
বাফুফে জানিয়েছে, আজ দুপুর ২টায় দর্শক-সমর্থকদের জন্য জাতীয় স্টেডিয়ামের সব ফটক খোলা হবে। দর্শকরা ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে রাখতে পারবেন না। যারা টিকিট পাননি তাদের জন্য ঢাকার ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বাফুফে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত ৯টায়।

(বাঁ থেকে) রায়হান রাফী, সাবিলা নূর, শাকিব খান ও জেফার রহমান (ছবি: কানন ফিল্মস)
এদিকে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার গান নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন জেফার। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ ‘লিচুর বাগানে’ গানে প্রীতম হাসান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’-এর আইটেম গান ‘ধামাকা’ গেয়েছেন জেফার। শুধু তাই নয়, গানটির সঙ্গে পর্দায় তিনি নিজেই নেচেছেন ও ঠোঁট মিলিয়েছেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
