টেলিভিশন
বাপ্পি ও অপু বিশ্বাসের উপস্থাপনায় ‘শারদ আনন্দ’

বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস (ছবি: বিটিভি)
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর রসায়ন দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এবার একসঙ্গে দুর্গাপূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করলেন তারা। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই আয়োজনে থাকছে নাচ, গান, তারকা আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র।
অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার জানান, পূজা উপলক্ষে একটি নতুন গান গেয়েছেন সন্দীপন দাস, সুস্মিতা সাহা, স্বপ্নীল রাজীব ও অনন্যা আচার্য্য। এটি লিখেছেন কনিষ্ক শাসমল, সুর ও সংগীতায়োজনে গোলাম সারোয়ার।

বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস (ছবি: বিটিভি)
দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ। আরতী নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল।
আবীর খেলা নিয়ে আসবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। দলীয় এই নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস।

‘শারদ আনন্দ’ অনুষ্ঠানে আশনা হাবিব ভাবনা ও নৃত্যশিল্পীরা (ছবি: বিটিভি)
তারকা আড্ডায় অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা, অডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দুর্বা হালদার।
সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখী গান। জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সুমন সাহা।
বিজয়া দশমী উপলক্ষে আগামীকাল (৫ অক্টোবর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘শারদ আনন্দ’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস