Connect with us

স্টার জোন

বাবা হলেন নিলয়, মেয়ের নাম কী রাখলেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নিলয় আলমগীরের কোলে তার কন্যাসন্তান (ছবি: ফেসবুক)

অভিনেতা নিলয় আলমগীর খুশির বন্যায় ভাসছেন! কারণ প্রথমবার বাবা হয়েছেন তিনি। তার কোলে এসেছে ফুটফুটে এক কন্যা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম হয়েছে তার। নিলয় ও তাসনুভা হৃদি দম্পতি কন্যার নাম রেখেছেন রুশদা মাইমানাহ। মা ও মেয়ে দুই জনই সুস্থ আছে। 

মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি গতকাল দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিলয় লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর রহমতে কন্যাসন্তানের বাবা হলাম। আমরা তার নাম রেখেছি রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তাসনুভা হৃদি ও নিলয় আলমগীর (ছবি: ফেসবুক)

ঠিক একই সময় ফেসবুক পোস্টে তাসনুভা হৃদি জানান, পবিত্র কোরআনের দুটি সুরা থেকে কন্যার নাম নির্বাচন করা হয়েছে। এরমধ্যে ‘রুশদা’ শব্দটি সুরা কাহাফের ৬৬ নম্বর আয়াতে রয়েছে, যার অর্থ হেদায়েতপ্রাপ্ত বা জ্ঞানী। ‘মাইমানাহ’ শব্দটি সুরা ওয়াকিয়াতে রয়েছে, যার অর্থ ডান দিকের মানুষ বা সঠিক পথের মানুষ কিংবা সৎ‍ অনুসরণকারী। পুরো নামের অর্থ→ হেদায়েতপ্রাপ্তা, প্রজ্ঞাবতী, সৌভাগ্যবান ও বরকতময়ী নারী।

প্রথমবার বাবা হওয়ায় নিলয় ও তার স্ত্রী তাসনুভা হৃদিকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে ও ভক্তরা।

২০২১ সালের ৭ জুলাই রাজধানীর উত্তরায় বিয়ের বন্ধনে জড়ান নিলয় ও তাসনুভা হৃদি। ঘর বাঁধার চার বছরেরও বেশি সময় পর সন্তানের মুখ দেখলেন তারা।

নিলয় আলমগীর ও তাসনুভা হৃদি (ছবি: ফেসবুক)

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে নাম লেখান নিলয়। এরপর সিনেমায় মনোযোগী ছিলেন তিনি। কয়েক বছর ধরে নাটকে নিয়মিত কাজ করছেন এই তারকা।

২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন তারা। তবে তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৭ সালে নিলয়-শখের ছাড়াছাড়ি হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ