ঢালিউড
‘বিউটি সার্কাস’ ট্রেলারে কী দেখা গেলো

‘বিউটি সার্কাস’ সিনেমায় ফেরদৌস আহমেদ ও জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
আবহমান বাংলার সার্কাস শিল্প নিয়ে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ দর্শক মাতাতে আসছে। শনিবার (১০ সেপ্টেম্বর) এর ট্রেলার প্রকাশিত হলো। সার্কাসকন্যা বিউটির রহস্যজাগানিয়া লড়াই ও টিকে থাকার রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো এটি। বিউটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান।

‘বিউটি সার্কাস’ সিনেমায় তৌকীর আহমেদ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
দুই মিনিট ব্যাপ্তির ট্রেলারে প্রাধান্য পেয়েছে সার্কাস। এছাড়া কোন চরিত্র কেমন সেই ধারণা দেওয়া হয়েছে। গল্পের মুখ্য চরিত্র বিউটি সার্কাসে নানান কেরামতি যেমন দেখায়, মেয়েটি ব্যক্তিজীবনে তেমনই ধার্মিক। রংলালের সঙ্গে তার রসায়ন চোখে পড়ার মতো।

‘বিউটি সার্কাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
ট্রেলারে জানা গেছে, মির্জা মোহাম্মদ বখতিয়ার চরিত্রে আছেন ফেরদৌস আহমেদ। গ্রামীণ মেলার আয়োজক নবাবের ভূমিকায় থাকছেন তৌকীর আহমেদ। জয়ার বিপরীতে রংলাল চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।

‘বিউটি সার্কাস’ সিনেমায় হুমায়ূন সাধু ও জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
প্রয়াত হুমায়ূন সাধুর সবশেষ সিনেমা এটি। এছাড়া আছেন শতাব্দী ওয়াদুদ ও গাজী রাকায়েত।

‘বিউটি সার্কাস’ সিনেমায় এবিএম সুমন (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
ট্রেলারে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমীর কণ্ঠে ‘হয়ে যাও ফুল’ শোনা গেছে। সিনেমায় এর পাশাপাশি রয়েছে অ্যাশেজ ব্যান্ডের সংগীতশিল্পী জুনায়েদ ইভানের ‘নিরুদ্দেশ’।

‘বিউটি সার্কাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)
‘বিউটি সার্কাস’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই। সরকারি অনুদানপ্রাপ্ত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বর।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
