ছবিঘর
‘বিটলজুস বিটলজুস’ সিনেমার লালগালিচায় নজর কাড়লেন যারা
৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ একছাদের নিচে নিয়ে এলো অনেক তারকাকে। ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দে থিয়েটারে গত ২৮ আগস্ট রাতে প্রতিযোগিতার বাইরে ছিলো এর প্রদর্শনী। এর আগে লালগালিচা জমিয়ে তোলেন তারকারা। ছবিতে ছবিতে দেখে নিন সেসব মুহূর্ত।

নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ তারকা জেনা ওর্তেগা।

‘বিটলজুস বিটলজুস’ সিনেমার দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪৫ মিনিট। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিটলজুস’-এর রিমেক এটি। ৩৬ বছর পর এলো দ্বিতীয় কিস্তি। প্রথম পর্বের মুখ্য চরিত্র লিডিয়ার মেয়ের চরিত্রে নতুন পর্বে অভিনয় করেছেন জেনা ওর্তেগা।

ভেনিসের লালগালিচায় আলো কেড়েছেন ২১ বছর বয়সী এই আমেরিকান তারকা।

ভেনিসের লালগালিচায় জেনা ওর্তেগা।

‘বিটলজুস বিটলজুস’ সিনেমায় লিডিয়া চরিত্রে আবার অভিনয় করেছেন উইনোনা রাইডার।

পর্দার মা-মেয়ে জেনা ওর্তেগা ও উইনোনা রাইডার।

৫২ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রীর হাসি নজর কেড়েছে।

বিটলজুস চরিত্রে ফিরেছেন আমেরিকান অভিনেতা মাইকেল কিটন।

‘বিটলজুস’ সিনেমার মতো সিক্যুয়েলেও ডিলিয়া চরিত্রে অভিনয় করেছেন কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী ক্যাথেরিন ও’হারা।

উদ্বোধনী অনুষ্ঠানের লালগালিচায় অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

৫৫ বছর বয়সী এই তারকার উপস্থিতি নজর কেড়েছে।

এবারের আসরে প্রতিযোগিতার বাইরে রয়েছে কেট ব্ল্যানচেটের নতুন ওয়েব সিরিজ ‘ডিসক্লেইমার’-এর প্রথম সাত পর্ব। অ্যাপল প্লাস টিভির জন্য এটি পরিচালনা করেছেন মেক্সিকোর আলফনসো কোয়ারন।

চীনা অভিনেত্রী জাং জিয়ি।

এবারের মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা। তাদের মধ্যমণি ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের (মাঝে)।

এবারের আসরে সম্মানসূচক স্বর্ণসিংহ পেয়েছেন আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার।

ফরাসি কমেডিয়ান ক্যামিল কোতাঁ ও আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার।

ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো ও ইতালিয়ান গায়িকা ক্লারা সোচিনি।

(বাঁ থেকে) ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবের্তো বারবেরা ও কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ (ছবি: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস