বিশ্বসংগীত
বিটিএসের জন্য বদলানো হলো দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর নিয়ম

বিটিএস ব্যান্ডের সদস্যরা (ছবি: টুইটার)
দক্ষিণ কোরিয়ার তুমুল জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্যরা দেশটির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে দুই বছরের জন্য সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এ ঘোষণার পর ভাবা হচ্ছিলো তাদের দুই বছর নতুন গানে পাওয়া যাবে না। কারণ সাধারণত কোরিয়ান শিল্পীরা সামরিক দায়িত্বে থাকাকালে সংগীত পরিবেশন করতে পারেন না।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সামরিক দায়িত্ব পালনকালে সংগীত পরিবেশন করতে পারবে ব্যান্ডটি। এক্ষেত্রে একটি শর্ত রয়েছে।

বিটিএস ব্যান্ডের সদস্যরা (ছবি: টুইটার)
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মুন হং সিক সংবাদমাধ্যমকে জানান, সামরিক বাহিনীতে কাজ করার সময় বিটিএসের সদস্যরা চাইলে সংগীত পরিবেশনের অনুমতি পাবেন। তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে জনকল্যাণমূলক কোনো আয়োজন কিংবা জাতীয় স্বার্থের আলোকে কোনো অনুষ্ঠানে অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ থাকবে।’
ব্রিটিশ সংবাদ সংস্থা এনএমই গত ১৮ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে দলটির সাত তরুণ সদস্য একে একে সামরিক দায়িত্ব পালনের অধ্যায় শেষ করবেন।
গত ১৭ অক্টোবর বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক ঘোষণা দেয়, ব্যান্ডটির সদস্যরা দক্ষিণ কোরিয়ার আইন মেনে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করবেন। দেশের প্রয়োজনকে প্রাধান্য দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সাত তারকা দেশবাসীর সেবায় নিয়োজিত থাকবেন।

বিটিএস ব্যান্ডের সদস্য জিন (ছবি: টুইটার)
চলতি বছরের শেষ প্রান্তে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হবেন বিটিএসের অন্যতম সদস্য জিন। তার একক গান ‘দি অ্যাস্ট্রনট’ প্রকাশ হবে আগামী ২৮ অক্টোবর। এর আগের দিন আসবে মিউজিক ভিডিওর টিজার। এতে কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা কাজ করেছেন।
এর আগে বিটিএসের সদস্য জে-হোপ ও জ্যাক ইন দ্য বক্স একক গান বের করেছেন। এছাড়া ভি, জিমিন, জাংকুক, সুগা এবং আরএম বিভিন্ন গানে যুক্ত ছিলেন। তবে আলাদাভাবে তাদের একক গান এখনো বের হয়নি।

বিটিএস ব্যান্ডের সদস্যরা (ছবি: টুইটার)
গত জুনে বিটিএস একক ক্যারিয়ারে মনোযোগী হওয়ার ঘোষণা দেয়। তবে গত ১৫ অক্টোবর বুসানে হাজার হাজার ভক্তের সামনে সংগীত পরিবেশন করেছেন সাত তরুণ। ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে দক্ষিণ কোরিয়ার নিলামকে সমর্থন জানাতে বিনামূল্যে কনসার্টটি করেছেন তারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস