ঢালিউড
বিমানবন্দরে হঠাৎ দেখা, শুভর সেলফিতে শাকিব

আরিফিন শুভ ও শাকিব খান (ছবি: ফেসবুক)
ঢালিউডের জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ কেবল একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এটি হলো সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ (২০১৩)। শাকিব ও শুভকে সচরাচর একসঙ্গে পাওয়া যায় না। কাকতালীয়ভাবে আজ (২৪ অক্টোবর) সকালে দুই নায়কের দেখা হয়ে গেলো এক ছাদের নিচে!
শাকিব নিজের নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং করতে ভারতে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। অন্যদিকে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে মুম্বাই যেতে বিমানবন্দরে হাজির আরিফিন শুভ। বহুদিন পর দেখা হতেই আড্ডায় মেতে ওঠেন তারা।

আরিফিন শুভ ও শাকিব খান (ছবি: ফেসবুক)
শাকিবের সঙ্গে সেলফি তুলেছেন শুভ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার দিয়ে শাকিব লিখেছেন– “ভারতে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি। ঢাকা বিমানবন্দরে হঠাৎ আরিফিন শুভর সঙ্গে দেখা। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকারদেখা সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো সিনেমাটি নিয়ে তার সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস।
আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।”

আরিফিন শুভ ও শাকিব খান (ছবি: ফেসবুক)
শুভকে নিয়ে শাকিবের মন্তব্য ইতিবাচকভাবেই দেখছেন ভক্তরা। এবারই প্রথম নয়, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলছে আপনার কাছের সিনেমাহলে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।”
‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর ‘দরদ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবেন শাকিব। এতে তার বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়া থাকছেন কলকাতার পায়েল সরকার। আগামী ২৬ অক্টোবর ভারতের বারানসি শহরে শুরু হবে শুটিং। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করছে ‘দরদ’। এটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। এতে শ্যাম বেনেগালের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সহশিল্পীরা হলেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা দীঘি, সাবিলা নূর, তৌকীর আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
