বলিউড
বিয়ের দুই মাস যেতেই ফ্ল্যাট বেচে দিচ্ছেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা মুম্বাইয়ের বান্দ্রার ওরলিতে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আবাসন সংস্থার ভিডিওতে এই তথ্য জানা গেছে। এর বিক্রয়মূল্য রাখা হয়েছে ২৫ কোটি রুপি।
এখানেই গত জুন মাসে অভিনেতা জ়হির ইকবালের সঙ্গে আইনিভাবে সোনাক্ষীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর বারান্দায় দাঁড়িয়ে মালাবদল করেছিলেন বর-কনে। ফলে ঘরটির সঙ্গে তাদের জীবনের মধুর স্মৃতি জড়িয়ে আছে।

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল (ছবি: ইনস্টাগ্রাম)
সমুদ্রমুখী ৪২০০ বর্গফুটের দুই কামরার এই অ্যাপার্টমেন্ট ২০২০ সালে কেনেন সোনাক্ষী। এরপর প্রায় ৫ কোটি খরচ করে অনন্দরসজ্জা করান তিনি। গত বছরের মে মাসে এই ফ্ল্যাটে থাকা শুরু করেন নায়িকা। কী কারণে এটি বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি সেই কারণ জানা যায়নি।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)
গত বছরের সেপ্টেম্বরে একই ভবনে ১১ কোটি রুপি দিয়ে আরেকটি ফ্ল্যাট কেনেন সোনাক্ষী। সেখানেই স্বামীকে নিয়ে ৩৭ বছর বয়সী এই তারকা পাকাপাকিভাবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)
সোনাক্ষীকে সর্বশেষ নেটফ্লিক্সে সঞ্জয়লীলা বানসালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজে দেখা গেছে। এরপর জিফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক-কমেডি সিনেমা ‘কাকুদা’।

জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা (ছবি: ইনস্টাগ্রাম)
গত ২৩ জুন সকালে বান্দ্রায় ঘরোয়া পরিসরে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। সেদিনই মাঝরাতে মুম্বাইয়ে শিল্পা শেঠির বাস্টিন রেস্তোরাঁয় নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে। এতে লাল সিল্কের শাড়ি, মানানসই অলংকার ও সিঁথিতে সিঁদুর পরে হাজির হন সোনাক্ষী। জমকালো পার্টিতে দেখা গেছে বলিউড তারকাদের সমাগম। তাদের মধ্যে উল্লেখযোগ্য– সালমান খান ও তার ভাই আরবাজ খান, বোন অর্পিতা খান, ভগ্নিপতি আয়ুষ শর্মা আর ভাগ্নি আলিজ়ে, অভিনেতা অনিল কাপুর, রেখা, টাবু, কাজল, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, শারমিন সেহগাল, সানজিদা শেখসহ অনেকে। নিমন্ত্রণপত্রে অনুরোধ করা হয়, অতিথিরা যেন লাল ছাড়া অন্য যেকোনো রঙের পোশাক পরে আসেন। প্রায় ১০০০ জন নিমন্ত্রিত ছিলেন নাচে-গানে পরিপূর্ণ অনুষ্ঠানে।

সোনাক্ষী সিনহা (ছবি: ফেসবুক)
কাজল ডিজিটাল প্রিন্টের ব্লাউজের সঙ্গে কাঞ্জিভরম শাড়ি পরে খোলা চুলে মানানসই ব্যাগ হাতে রেখেছেন। ‘হীরামন্ডি’ সিরিজ়ের বিব্বোজান খ্যাত অদিতি রাও হায়দরি বাগদত্তা সিদ্ধার্থের সঙ্গে এসেছিলেন। রেখা অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনে সালোয়ার স্যুট পরেছেন। হাতে ‘ম্যাচিং’ বটুয়া, চুল খোঁপা করা আর গলা ও কানে ভারী গয়না ছিল। পিচ রঙের শারারা পরেছিলেন টাবু। কালো শার্ট ও শিমারি প্যান্টে দারুণ লেগেছে রাভিনাকে। স্বামীকে সঙ্গে নিয়ে আসেন ‘হীরামন্ডি’ সিরিজের আলমজ়েব অর্থাৎ শরমিন সেহগাল।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
