Connect with us

শুভেচ্ছা

বিয়ের সুখবর দিলেন নির্মাতা আরিয়ান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নবদম্পতি মিজানুর রহমান আরিয়ান ও তাহসিন তামান্না (ছবি: ফেসবুক)

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বিয়ের বন্ধনে জড়িয়েছেন তিনি। কনের নাম তাহসিন তামান্না। আজ (২ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন নির্মাতা নিজেই। 

নববধূর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

মিজানুর রহমান আরিয়ানের সহধর্মিণী তাহসিন তামান্না (ছবি: ফেসবুক)

জানা গেছে, তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। আরিয়ানের সঙ্গে তার সাত বছরের চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে তাদের চার হাত এক হয়েছে। বিয়ের খবর জানাতেই  অভিনন্দনে ভাসছে নবদম্পতি।

নবদম্পতি মিজানুর রহমান আরিয়ান ও তাহসিন তামান্না (ছবি: ফেসবুক)

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে নির্মাতা আরিয়ানের।

মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় ‘বড় ছেলে’ দর্শকপ্রিয় নাটকের মধ্যে অন্যতম। চরকি’তে রয়েছে তার পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ