টালিউড
গায়িকা প্রশ্মিতাকে বিয়ে করে অনুপম রায় লিখলেন, ‘নতুন করে’

বিয়ের সাজে অনুপম রায় ও প্রশ্মিতা পাল (ছবি: ফেসবুক)
ঘর বাঁধলেন ভারতীয় গায়ক-সুরকার অনুপম রায়। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। গতকাল (২ মার্চ) সন্ধ্যায় কলকাতায় সাদামাটা আয়োজনে তাদের চার হাত এক হলো। দুই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে অনুপম রায় লিখেছেন, ‘নতুন করে।’
গানের সুবাদে অনুপম রায় ও প্রশ্মিতা পালের মধ্যে পরিচয় অনেক বছর আগে। একবছর ধরে তাদের প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। যদিও অনেকদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিলো। অবশেষে গত মাসের শেষ দিকে বিয়ের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানান অনুপম।
অনুপমের বিয়ের খবর শুনে শুভকামনা জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী। ২০১৫ সালে তারা অনুপম। ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। গত বছরের ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের ছাত্র ছিলেন অনুপম রায়। তখন এক সহপাঠীর প্রেমে পড়েন তিনি। বিয়েও করেন তারা। কলকাতায় বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু গিয়ে সংসার পাতেন অনুপম। সেই সুখের সংসারে ফাটল ধরে ও বিয়ে ভেঙে যায়। তখন অনুপম রায় গায়ক হিসেবে খ্যাতি পাননি। তার প্রথম স্ত্রী কে ছিলেন ও তার নাম কী সেসব অনুপমের একান্ত ঘনিষ্ঠরা ছাড়া কেউই জানেন না।
অন্যদিকে এর আগে একবার বিয়ে হয়েছিলো প্রশ্মিতা পালের। শৌনক বিশ্বাস নামের একজন চিকিৎসকের ঘরণী হয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাসেই তাদের ঘর ভাঙে।
প্রশ্মিতা পাল কলকাতার মেয়ে। লরেটো কলেজ থেকে পড়াশোনা করেছেন। বাংলা ব্যান্ড ‘উড়ান’-এর প্রধান গায়িকা তিনি। ভারতের বাংলা সিনেমায় তার গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘বোঝে না সে বোঝে না’ (২০১২) সিনেমায় অরিন্দমের সুরে ‘সাজনা’ গানটি গেয়ে আলোচনায় আসেন তিনি।
অনুপম রায়ের সুর-সংগীতে তার সঙ্গে ‘হাইওয়ে’ (২০১৪) সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ ও ‘কাটমুন্ডু’ (২০১৫) সিনেমায় ‘মন আমার’ এবং ‘পোস্ত’ (২০১৪) সিনেমায় উপল সেনগুপ্তের সঙ্গে দ্বৈত ‘হোম শান্তি হোম’ গেয়েছেন প্রশ্মিতা পাল।
প্রশ্মিতার গাওয়া গানের তালিকায় আরো আছে অরিন্দমের সুরে ‘বরবাদ’ (২০১৪) সিনেমায় অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ও ‘আসো না’ এবং ‘শুধু তোমারই জন্যে’ (২০১৫) সিনেমায় অ্যাশ কিংয়ের সঙ্গে ‘দেখতে বউ বউ’, প্রবুদ্ধ ব্যানার্জির সুরে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বর্ণপরিচয়’ (কণ্ঠ, ২০১৯), অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে তার ও উপল সেনগুপ্তের সঙ্গে ‘ও ঠাকুর’ (বেলাশেষে, ২০১৫)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
