Connect with us

স্টার জোন

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন আসিফ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আসিফ আকবর (ছবি: ফেসবুক)

কণ্ঠশিল্পী আসিফ আকবর কৈশোর-তারুণ্যে নিয়মিত ক্রিকেট খেলতেন। ক্রিকেট নিয়ে তার গাওয়া গান উজ্জীবিত করে খেলোয়াড় ও সমর্থকদের। এবার বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি’র পরিচালক হলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন এই তারকা।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি’র পরিচালনা পর্ষদ নির্বাচন। আজ (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চট্টগ্রাম বিভাগের চার প্রার্থীর মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এর আগে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মো. শওকত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। ফলে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর।

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর (ছবি: ডিএমএস)

চট্টগ্রাম বিভাগ থেকে আসিফসহ মোট চার জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে দুই জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিলো। আসিফের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

আসিফ আকবর (ছবি: ইনস্টাগ্রাম)

আসিফ আকবর স্কুলজীবন থেকে কুমিল্লা লিগে ক্রিকেট খেলেছেন। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তঃকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন তিনি।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ