Connect with us

ছবিঘর

বীরকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে শাকিব

ঢালিউড তারকা শাকিব খান বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। চিত্রনায়িকা শবনম বুবলী ও ছোট ছেলে বীরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। এরমধ্যে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে তোলা শাকিব ও বীরের কয়েকটি ছবি গতকাল (১৩ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুবলী।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ডিজনি ওয়ার্ল্ডের স্বপ্নপুরীতে শাকিব খান ও বীর। দুই জনই সানগ্লাস পরেছেন।

ডিজনি ওয়ার্ল্ডে মিকি মাউসের ছবি ও পোস্টার দেখে বীর খুব আনন্দ পেয়েছে।

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে। তার বয়স এখন প্রায় সাড়ে পাঁচ বছর।

ফেসবুকে বীরের পেজেও ছবিগুলো পোস্ট করা হয়েছে।

বীরকে নিয়ে গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে উড়াল দেন বুবলী। এর আগেই ব্যক্তিগত কাজে আমেরিকায় পৌঁছান শাকিব। মার্কিন মুলুকে দীর্ঘদিন পর শাকিব ও বুবলী একে অপরের হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। এটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ।

২০২২ সালের ৩ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় বুবলী দাবি করেন, ২০১৮ সালের ২০ আগস্ট শাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি।

২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সংবাদ পাঠক হিসেবে পরিচিত শবনম বুবলী। এরপর ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’, ‘বিদ্রোহী’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

বড় পর্দার পর প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শবনম বুবলী। ‘ময়না’ শিরোনামের গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। আসিফ ইকবালের কথায় এটি সুর করেছেন আকাশ সেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ