Connect with us

গান বাজনা

বুবলী নাচলেন, জীবন দেখলেন!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ময়না’র দৃশ্যে শবনম বুবলী ও শরাফ আহমেদ জীবন (ছবি: গানচিল মিউজিক)

প্রথমবার মিউজিক ভিডিওতে নাচলেন চিত্রনায়িকা শবনম বুবলী। নতুন গানটির শিরোনাম ‘ময়না’। মডেল হিসেবে এতে ঠোঁট মিলিয়ে নেচেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার বাইরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার অভিজ্ঞতা হলো এই তারকার। নাচের উপযোগী গানটিতে তার ঝলমলে পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

বুবলীর সঙ্গে ‘ময়না’ মিউজিক ভিডিওতে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। এর গল্পে দেখা যায়, এফডিসির ৯ নম্বর ফ্লোরে বুবলীকে জিম্মি করে রাখার খবর টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার হতে থাকে। জীবন অস্ত্রের মুখে জিম্মি করেছেন তাকে। তার জামায় বুবলীর ছবি।

‘ময়না’র দৃশ্যে শবনম বুবলী (ছবি: গানচিল মিউজিক)

ফিল্মি ঢঙে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চিত্রনাট্য তারই। সংলাপ লিখেছেন ওয়াসিম সিতার ও পার্থ সরকার। এতে আরো অভিনয় করেছেন সাঞ্জু জন, শান্তা জাহান ও মো. শামীম। নৃত্য পরিচালনায় খালেদ মাহমুদ।

গতকাল (২৯ জুলাই) প্রকাশিত ‘ময়না’ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়। এর কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনায় কলকাতার আকাশ সেন। এটি গানচিল মিউজিকের নতুন প্রকল্প ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। এরপর আসবে আরো নতুন ৯টি গান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ