Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ (ছবি: বুসান উৎসব)

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএফএফ) ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন পুরস্কার প্রবর্তন করা হয়েছে। উৎসবটির ৩০তম আসরে প্রথমবারের মতো এই স্বীকৃতি দেবে আয়োজকরা।

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ভিশন এশিয়া’ শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত সিনেমাগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের ওপর নির্মিত যোগ্য সিনেমাকে দেওয়া হবে এই পুরস্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হলো।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে এবারের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বুসান শহরের বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী আয়োজনে বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে নতুন পুরস্কার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ