Connect with us

ছবিঘর

বেনারসি শাড়ি ও সিঁদুরে কানের লালগালিচায় ঐশ্বরিয়া

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দেখা দিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২১ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবারের আসরে মূল প্রতিযোগিতায় থাকা ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচায় হাজির হন তিনি। যথারীতি ফরাসি সৌন্দর্য প্রসাধনীর ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করেছেন ৫১ বছর বয়সী এই তারকা। ছবিতে ছবিতে দেখুন অ্যাশের ঝলক!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সাদা বেনারসি শাড়ির সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা পরে এবারের কান উৎসবের লালগালিচায় হাজির হয়েছেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। খোলা চুলের মাঝামাঝি সিঁথি কেটে চওড়া সিন্দুর মেখেছেন তিনি।

ঐশ্বরিয়ার জন্য বেনারসি শাড়ি তৈরি করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, এটি হাতেবোনা কাড়ওয়া বেনারসি শাড়ি। কাড়ওয়া হলো বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। হিন্দিতে ‘কাড়ওয়া’ শব্দের অর্থাৎ কড়া বা কঠিন। বুনন পদ্ধতি কঠিন হওয়ার কারণ, এর প্রতিটি মোটিফ আলাদাভাবে বোনা হয় হাতে। তাই এই বেনারসি বুনতে সময় ও পরিশ্রম লাগে অনেক বেশি। ফলে কাজ হয় অনেক সূক্ষ্ম।

ডিজাইনার মনীষ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় আরো উল্লেখ করেছেন, শাড়িটিতে রুপা ও রোজ় গোল্ডের জড়ি ব্যবহার করে বোনা হয়েছে একেকটি বুটি। তার ওপর সোনা-রুপার জরি দিয়ে বুনে করা হয়েছে সূক্ষ্ম জারদৌসি কাজ। শাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। সোনা-রুপার জরির নকশা দিয়ে ওড়নার পাড় বোনা হয়েছে। সাদা বেনারসির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা ও একটি বড় হীরার গয়না পরেছেন ঐশ্বরিয়া।

ভারতীয় সংস্কৃতিতে বিবাহিত নারীরা সিন্দুর পরে থাকেন। অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে নিজের দাম্পত্য জীবন যে ঠিকঠাক আছে সেই বার্তা দিতেই বৈশ্বিক মঞ্চে ঐশ্বরিয়া সিঁদুর পরে এসেছেন বলে ধারণা অনেকের। কেউ কেউ মনে করছেন, পাহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনী পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ অভিযানের প্রতি সমর্থন জানিয়ে দেশপ্রেমের বার্তা দিয়েছেন তিনি।

২৩ বছর পর শাড়ি পরে কানের লালগালিচায় হাঁটলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ নিয়ে ২২ বার উৎসবটি রাঙালেন তিনি। ২০০২ সাল থেকে তার জৌলুস দেখা গেছে ফরাসি উপকূলীয় শহর কানে। ২৩ বছর আগে কানে শাড়ি পরে প্রথমবার কানের লালগালিচায় হাজির হয়েছিলেন এই তারকা। এরপর আর শাড়িতে দেখা যায়নি তাকে। প্রতিবারই বিভিন্ন দেশের ডিজাইনারদের তৈরি গাউন পরেছেন তিনি।

২০০২ সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমার প্রচারণা করতে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার আসেন ঐশ্বরিয়া। এরপর প্রায় প্রতি আসরেই ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিতভাবে কানের অন্যতম আকর্ষণ হয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ