Connect with us

হলিউড

ভয়ঙ্কর ‘আনাকন্ডা’র পাশাপাশি দেশে এলো মজার ‘স্পঞ্জবব’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আনাকন্ডা’র পোস্টারে পল রাড ও জ্যাক ব্ল্যাক, (ডানে) ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ সিনেমার পোস্টার

ভয়ঙ্কর বিষধর বিশালাকার সাপ আনাকন্ডাকে বড় পর্দায় দেখে বেশিরভাগ দর্শকের গা শিউরে উঠেছে। এবার এলো ‘আনাকন্ডা’ সিরিজের ষষ্ঠ সিনেমা। সনি পিকচার্সের পরিবেশনায় গতকাল (২৫ ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নতুন ‘আনাকন্ডা’। একই দিনে এই মাল্টিপ্লেক্সে এসেছে অ্যানিমেটেড সিনেমা ‘দ্য স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’ সিরিজের নতুন কিস্তি ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। 

আনাকন্ডা
১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায় অ্যাকশন-অ্যাডভেঞ্চার-হরর ধাঁচের প্রথম ‘আনাকন্ডা’। পেরুর লুইজ ইয়োসা পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেন জেনিফার লোপেজ, ওয়েন উইলসন, আইস কিউবসহ বেশ কয়েকজন তারকা। ২০০৪ সালে আসা এর সিক্যুয়েল ‘আনাকন্ডাস: দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড’ পরিচালনা করেন আমেরিকার ডোয়াইট এইচ. লিটল। পরবর্তী সময়ে সরাসরি ছোট পর্দায় মুক্তি পায় ‘আনাকন্ডা থ্রি: অফস্প্রিং (২০০৮), ‘আনাকন্ডাস: ট্রেইল অব ব্লাড’ (২০০৯) ও ‘লেক প্লাসিড ভার্সেস আনাকন্ডা’ (২০১৫)।

১০ বছর পর পর্দায় ফিরেছে ‘আনাকন্ডা’। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মেটা-রিবুট এটি। টম গোর্মিক্যানের পরিচালনায় এতে অভিনয় করেছেন পল রাড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জ্যান, থান্ডিওয়ে নিউটন, ড্যানিয়েলা মেলকিয়োর ও সেলতোঁ মেলো।

‘আনাকন্ডা’ সিনেমার দৃশ্য (ছবি: সনি পিকচার্স রিলিজিং)

এবারের সিনেমাটি অ্যাকশন-কমেডি-হরর ধাঁচের। গল্পের মূল দুই চরিত্র রোনাল্ড গ্রিফ এক্সট্রা অভিনয়শিল্পী ও ডাগ ম্যাকক্যালিস্টার বিয়ের ভিডিওগ্রাফার। তারা জীবনের মিডলাইফ ক্রাইসিস কাটিয়ে উঠতে চায়। তাই নিজেদের শৈশবের প্রিয় সিনেমা আনাকন্ডা পুনরায় বানানোর সিদ্ধান্ত নেয় তারা। স্বল্প বাজেট নিয়ে অ্যামাজন জঙ্গলে যাত্রা শুরু করে দুই বন্ধু। কিন্তু শুটিং শুরুর পর তাদের সামনে আসে অন্যরকম এক সংকট। আবহাওয়া ও পরিবেশগত সমস্যার সঙ্গে লড়াই তো আছেই, সেই সঙ্গে বাস্তব জীবনের বিশাল একটি আনাকন্ডা এসে হাজির হয়। বিপজ্জনক জঙ্গলে তাদের হাসি-আনন্দ দ্রুত প্রাণঘাতী রূপ নিতে থাকে। সাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস
হলুদ স্পঞ্জের মতো দেখতে অ্যানিমেটেড চরিত্র স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসকে নিয়ে নিকেলেডিয়ন টিভি চ্যানেলে প্রচারিত সিরিজ তুমুল জনপ্রিয়। এটি নির্মাণ করেন স্টিফেন হিলেনবার্গ। স্পঞ্জববের মজার কাণ্ড নিয়ে ২০০৪ সালে ‘দ্য স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস মুভি’ পরিচালনা করেন হিলেনবার্গ। এতে দেখা যায়, স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস নিজের পোষা শামুক গ্যারির সঙ্গে বিকিনি বটম শহরে একটি আনারসের মধ্যে থাকে ও ক্রাস্টি ক্র্যাবে কাজ করে। ২০১৫ সালে পল টিবিট পরিচালিত ‘দ্য স্পঞ্জবব মুভি: স্পঞ্জ আউট অব ওয়াটার’ ও ২০২০ সালে এসেছে টিম হিল পরিচালিত ‘দ্য স্পঞ্জবব মুভি: স্পঞ্জ অন দ্য রান’।

প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ নামের নতুন অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার-কমেডি ধাঁচের সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। চতুর্থ কিস্তিতে ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয় স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস ও সমুদ্রের গভীরে অ্যাডভেঞ্চার করে। নিজের হারিয়ে যাওয়া পোষা প্রাণী গ্যারির সন্ধানে সমুদ্রের গভীরে এক মহাকাশযানে যেতে হয় তাকে, যেখানে সে ফ্লাইং ডাচম্যানের মতো ভিলেনদের মোকাবিলা করে।

নতুন সিনেমায় কণ্ঠ দিয়ে অভিনয় করেছেন টম কেনি, ক্ল্যান্সি ব্রাউন, জর্জ লোপেজ, আইস স্পাইস, রেজিনা হল, মার্ক হ্যামিল, আর্তুরো কাস্ত্রো প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ