Connect with us

টেলিভিশন

ভাওয়াইয়া গানের ঐতিহ্য নিয়ে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে ‘ইত্যাদি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইত্যাদি’তে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)

নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া লোকসংগীত সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং হলো। প্রায় ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে সাজানো মঞ্চে হাজির হন উপস্থাপক হানিফ সংকেত। যথারীতি তার রচনা, পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটির শুটিং হয়েছে।

‘ইত্যাদি’ ঘিরে পুরো কুড়িগ্রাম জুড়ে ছিলো উৎসবের আমেজ। প্রতিবারের মতোই দর্শকদের জন্য ছিলো বিশেষ আমন্ত্রণপত্র। এগুলো জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। শুটিং শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। দর্শকদের মধ্যে ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার নানান বয়সীরা। উলিপুরে শুটিং হলেও দর্শকরা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী রংপুর, লালমনিরহাট আর গাইবান্ধা  জেলা থেকেও এসেছেন। স্থানীয়রা জানান, ইতোপূর্বে কুড়িগ্রামে কোনো অনুষ্ঠানে এতো বিপুলসংখ্যক দর্শক সমাগম হয়নি। অনেকে আশেপাশের বিভিন্ন স্থাপনার ছাদ, গাছ ও রাস্তায় দাঁড়িয়ে ভ্যাপসা গরম উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং উপভোগ করেছেন।

‘ইত্যাদি’তে মৌসুমী আক্তার সালমা ও পূর্ণচন্দ্র রায় (ছবি: ফাগুন অডিও ভিশন)

দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়া হলো কুড়িগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই ‘ইত্যাদি’র এই পর্বে নাটিকা, প্রতিবেদন, গান ও নিয়মিত পরিবেশনায় বারবার উঠে এসেছে জীবনঘনিষ্ঠ এই গানের ঐতিহ্য, শিল্পী ও ইতিহাসের কথা।

চিলমারী বন্দর নিয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া ও সুর করা বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। সংগৃহীত কথায় গানটির সুর করেন আব্বাসউদ্দীন আহমেদ নিজেই। ‘ইত্যাদি’র জন্য গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে রয়েছে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। এর কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। এতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। এটি সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি। কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

‘ইত্যাদি’তে নৃত্যশিল্পীরা (ছবি: ফাগুন অডিও ভিশন)

কুড়িগ্রাম জেলা নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চার জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকরা বহুশ্রুত হৃদয়ছোঁয়া কয়েকটি ভাওয়াইয়া গানের একটি পর্বে অংশ নেন। বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলো বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির যন্ত্রশিল্পীরা।

এবারের পর্বে রয়েছে কয়েকটি প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা, মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদী বন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ভাওয়াইয়া চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে এর প্রচার-প্রসারের লক্ষ্যে প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও ভাওয়াইয়া গান নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। তিনি ও তার শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গান পরিবেশন করেছেন।

‘ইত্যাদি’তে আশরাফুল আলম সোহাগ ও শাহেদ আলী (ছবি: ফাগুন অডিও ভিশন)

২০১১ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’তে কুড়িগ্রামের কর্মউদ্যোগী যুবক আব্দুল কাদেরের ওপর একটি প্রতিবেদন প্রচারিত হয়। নতুন পর্বে রয়েছে তাকে নিয়ে একটি ফলোআপ প্রতিবেদন। এছাড়া নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামের প্রায় চার শতাধিক চর ও চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সম্ভাবনা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কুড়িগ্রামের চিলমারীতে গড়ে তোলা রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ওপর রয়েছে পৃথক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে দেখানো হবে আধুনিক স্থাপত্যশৈলী ও অপরূপ সৌন্দর্যে ভরপুর সিঙ্গাপুরের দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ। সেই সঙ্গে থাকছে আয়োজন নিয়মিত চিঠিপত্র পর্ব।

‘ইত্যাদি’তে আব্দুল আজিজ ও রাজীব সালেহীন (ছবি: ফাগুন অডিও ভিশন)

প্রতিবারের মতোই রয়েছে সামাজিক বিভিন্ন অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সরস ও তীর্যক নাট্যাংশ। এগুলোর বিষয়বস্তু হলো– উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, বিজ্ঞের ভাব ধরা অজ্ঞ, ভাইরাল ভাইরাস, ঝাপসা ব্যবসা, জটাক্রান্ত রিকশাচালকের ভারাক্রান্ত অভিব্যক্তি, দায়বোধ বনাম আয়বোধ, আগে গুণবিচারি পরে দর্শনধারী, দুরন্ত কথকের একান্ত সচিব, উপহার উৎপাত। একটি পর্বে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির মজার আলাপন দর্শকদের যেমন হাসাবে, তেমনি ভাবনায় ফেলবে।

‘ইত্যাদি’তে শওকত আলী তালুকদার নিপু ও সুভাশিষ ভৌমিক (ছবি: ফাগুন অডিও ভিশন)

এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন– সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, শওকত আলী তালুকদার নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

‘ইত্যাদি’র নতুন পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ