ওটিটি
‘আরারাত’ ট্রেলারে অন্যরকম মেহজাবীন

‘আরারাত’ ওয়েব সিরিজের পোস্টারে মেহজাবীন চৌধুরী (ছবি: কেএস এন্টারটেইনমেন্ট)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক ভিকি জাহেদের সম্মিলন মানেই নতুন চমক। এবার আসছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’। এর দুটি পোস্টার ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ট্রেলারে সেই মাত্রা যেন আরো বাড়লো।
একটি পোস্টারে দেখা গেছে, ধ্যানমগ্ন হয়ে বসে আছেন মেহজাবীন। সামনে জলের মহাজাগতিক স্রোতের ওপর সেই প্রতিবিম্ব। তার দুই পাশে ও পেছনে অনেক কাকপক্ষী। ২০২৪ সালে এই সিরিজের মাধ্যমেই ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

‘আরারাত’ ওয়েব সিরিজের পোস্টারে শ্যামল মাওলা (ছবি: কেএস এন্টারটেইনমেন্ট)
আরেকটি পোস্টারে দেখা যায় শ্যামল মাওলার মাথায় দুটি হাত মুকুট পরিয়ে দিচ্ছে। জলের ওপর তার মাথার প্রতিবিম্ব। তৃতীয় পোস্টারে দেখা গেছে, শ্যামল মাওলার গালে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছেন মেহজাবীন! ‘আরারাত’ ওয়েব সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তারা। গল্পে এই দুই তারকা রূপা ও রিফাত দম্পতি। পোস্টারেই বোঝা যাচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। এ কারণে স্ত্রীকে গোপনে অনুসরণ করে রিফাত। সে কি কোনো অবিশ্বাস্য সত্যের সন্ধান পাবে? অপ্রিয় সত্য ঠিক কতটুকু অপ্রিয় হলে ভালোবাসার মানুষেরা মুখোমুখি হয় হিংস্র লড়াইয়ে? রিফাতের পরিণতি কী হবে?
ট্রেলারের শুরুর দিকে মেহজাবীন বলেন, ‘দুটো প্রশ্ন মানব জাতিকে ব্যাকুল করছে। এগুলো হলো– যে থাকতে চায় না, তাকে কীভাবে ধরে রাখা যায় আর যে যেতে চায় না, তার থেকে নিজেকে কীভাবে দূরে রাখা যায়।’ এরপর শ্যামল মাওলার মুখে শোনা যায়, ‘আমি ওই ১০০ জনের সাথে যুদ্ধ করতে পারবো যারা তোমাকে চায়, তবে একজনের সাথে পারবো না যাকে তুমি চাও।’
ওয়েব সিরিজের গল্পটা ভালোবাসার, আবার প্রতারণারও। ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে, সবাই কি সহ্য করতে পারে? গল্পটা বিশ্বাস, আবার ঘৃণারও। গল্পটা কি শুধুই ঘৃণার, নাকি মায়ারও? এসব উত্তর নিয়েই সাজানো ‘আরারাত’। ট্রেলারের শেষ দৃশ্যে বিজরী বরকতউল্লাহর মুখে একটি সংলাপের মাধ্যমে বলা হয়েছে ‘আরারাত’ নামটির অর্থ। আরারাত হলো একটি পর্বত। এর অবস্থান তুরস্ক ও আর্মেনিয়ান সীমান্তের মাঝামাঝি। ট্রেলারে বিভিন্ন প্রাণীর উপস্থিতি চোখে পড়ার মতো। এরমধ্যে রয়েছে কাক, বিড়াল, ছাগল ও সাপ।
গত বছর বিঞ্জে মুক্তিপ্রাপ্ত ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরাই ‘আরারাত’-এ অভিনয় করেছেন। মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা ছাড়াও আছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ। দুটি সিরিজের মাঝে কি কোনো মিল থাকছে? ‘আরারাত’ই কি তাহলে ‘দ্য সাইলেন্স টু’? সব প্রশ্নের উত্তর জানা যাবে নতুন ওয়েব সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘আরারাত’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
