Connect with us

ওটিটি

ভিকি জাহেদের ওয়েব সিরিজে নিশোর সঙ্গে নাবিলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা (ছবি: এন. নাঈম, ফেসবুক)

অভিনেতা আফরান নিশো ওটিটিতে ফিরছেন। ভিকি জাহেদের পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন উপস্থাপক-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ইতোমধ্যে তারা এর শুটিং প্রায় শেষ করেছেন।

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন আফরান নিশো। এর দুই বছর পর শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’র মাধ্যমে দর্শকদের সামনে ফিরেছেন তিনি। এবার ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এই তারকা। ২০২৩ সালে হইচইয়ে মুক্তিপ্রাপ্ত ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোলো’ ছিল তার সর্বশেষ ওয়েব সিরিজ।

মাসুমা রহমান নাবিলা (ছবি: স্টুডিও চিজকেক)

রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’র মাধ্যমে এর আট বছর পর তাকে আবার সিনেমায় দেখা গেছে। এবার ওটিটিতে যুক্ত হলেন তিনি।

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘দাগি’র প্রযোজক শাহরিয়ার শাকিল নতুন ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এই সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

ঢাকা ও ঢাকার বাইরে ওয়েব সিরিজটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। এতে একটি চরিত্রে অভিনয় করছেন সেমন্তী সৌমি।

ভিকি জাহেদ (ছবি: ফেসবুক)

ভিকি জাহেদের পরিচালনায় বেশ কয়েকটি কাজ করেছেন আফরান নিশো। এরমধ্যে ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজ অন্যতম। অন্যদিকে নাবিলাকে এবারই প্রথম ভিকি জাহেদের ওয়েব সিরিজে দেখা যাবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ