ফিল্ম ফেস্টিভ্যাল
এবারের ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা শাখার ২১টি সিনেমা

‘বুগোনিয়া’ সিনেমায় এমা স্টোন (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)
ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হলো বিভিন্ন দেশের ২১টি সিনেমা। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বাগিয়ে নিতে লড়বে এগুলো। এরমধ্যে আছে কেট ব্ল্যানচেট, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, আমান্ডা সাইফ্রেড, ইড্রিস অ্যালবা, জুড ল, অস্কার আইজ্যাকের নতুন সিনেমা। তাদের পাশাপাশি প্রতিযোগিতার বাইরে বিভিন্ন শাখায় নিজেদের সিনেমার প্রচারণায় লালগালিচায় হাজির হবেন জুলিয়া রবার্টস, অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেকে।
বিশ্বের এই প্রাচীনতম ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয় গত ২২ জুলাই। এরমধ্যে রয়েছে মূল প্রতিযোগিতা, প্রতিযোগিতার বাইরে, অরিজন্তি (হরাইজন্স), ভেনেৎসিয়া স্পটলাইট, ভেনিস ক্ল্যাসিকস, ভেনিস ইমারসিভ ও বিয়েনালে কলেজ সিনেমা।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার দৃশ্য (ছবি: ফিল্মফোর প্রোডাকশন্স)
ইতালির ভেনিস লিদো দ্বীপের পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে আগামী ২৭ আগস্ট শুরু হবে উৎসবটি। অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস) প্রদর্শনের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। ১১ দিনের এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

‘জে কেলি’ সিনেমায় জর্জ ক্লুনি (ছবি: নেটফ্লিক্স)
মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান হিসেবে থাকবেন আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন ইরানি পরিচালক-লেখক মোহাম্মদ রাসুলফ, ব্রাজিলিয়ান অভিনেত্রী, লেখক ও চিত্রনাট্যকার ফার্নান্দা তোরেস, ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার স্তেফান ব্রিজে, ইতালিয়ান পরিচালক-চিত্রনাট্যকার মাউরা দেলপেরো, রোমানিয়ান পরিচালক, লেখক ও প্রযোজক ক্রিস্টিয়ান মুনজিউ এবং চীনা অভিনেত্রী জাও তাও।

‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমায় এমিলি ব্লান্ট ও ডোয়াইন জনসন (ছবি: এ২৪)
মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি সিনেমার তালিকা
- দ্য উইজার্ড অব ক্রেমলিন (অলিভিয়ের অ্যাসায়াস, ফ্রান্স)
- দ্য স্ট্রেঞ্জার (ফ্রাঁসোয়া অজোঁ, ফ্রান্স)
- অ্যাট ওয়ার্ক (ভালেরি দোঁজেলি, ফ্রান্স)
- লা গ্রাৎসিয়া (পাওলো সরেন্তিনো, ইতালি)
- এলিসা (লিওনার্দো ডি কসতাঞ্চো, ইতালি)
- দুসে (পিয়েত্রো মার্চেল্লো, ইতালি)
- অ্যা ফিল্ম মেড ফর বেনে (ফ্রাঙ্কো মারেসকো, ইতালি)
- আন্ডার দ্য ক্লাউডস (জিয়ানফ্রাঙ্কো রজি, ইতালি)
- অ্যা হাউস অব ডাইনামাইট (ক্যাথেরিন বিগেলো, যুক্তরাষ্ট্র)
- দ্য স্ম্যাশিং মেশিন (বেনি সাফদি, যুক্তরাষ্ট্র)
- জে কেলি (নোয়া বামব্যাক, যুক্তরাষ্ট্র)
- ফাদার মাদার সিস্টার ব্রাদার (জিম জারমাশ, যুক্তরাষ্ট্র)
- সাইলেন্ট ফ্রেন্ড (ইলদিকো আনিয়েদি, হাঙ্গেরি)
- অরফান (লাজলো নেমেস, হাঙ্গেরি)
- ফ্রাঙ্কেনস্টাইন (গিয়ের্মো দেল তোরো, মেক্সিকো)
- বুগোনিয়া (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস)
- দ্য টেস্টামেন্ট অব অ্যান লি (মোনা ফাস্টফোল্ড, নরওয়ে)
- গার্ল (শু কি, তাইওয়ান)
- নো আদার চয়েস (পার্ক চ্যান উক, দক্ষিণ কোরিয়া)
- দ্য সান রাইজেস অন আস অল (কাই শংচুন, চীন)
- দ্য ভয়েস অব হিন্দ রজব (কাউতার বেন হানিয়া, তিউনিসিয়া)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস