Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, জেনে নিন অল্প স্বল্প গল্প

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘আফটার দ্য হান্ট’ সিনেমায় জুলিয়া রবার্টস ও অ্যান্ড্রু গারফিল্ড (ছবি: সনি পিকচার্স)

সিনেমা নিয়ে বিশ্বের প্রাচীনতম উৎসব হলো ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। ইতালির ভেনিস শহরের কাছের সমুদ্রসৈকত লিদো দ্বীপে গত ২৭ আগস্ট এর ৮২তম আসরের পর্দা উঠেছে। এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে ইতালীয় নির্মাতা পাওলো সরেন্তিনোর ‘লা গ্রাৎসিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এতে অভিনয় করেছেন টনি সেরভিল্লো। 

হলিউডের পুরস্কার মৌসুম মূলত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে শুরু হয়। প্রায় প্রতি বছর উৎসবটি অস্কারের বিভিন্ন শাখায় ফেভারিট হওয়ার মতো সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার করে থাকে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে গত নয়টি আসরের মধ্যে আটবার সেরা অভিনেত্রী কিংবা সেরা অভিনেতা বিভাগে পুরস্কারপ্রাপ্তদের সিনেমার যাত্রা শুরু হয়েছিলো ভেনিসে। একইভাবে অস্কারের গত ১৩টি আসরে সেরা পরিচালক স্বীকৃতি পাওয়া আট জনের সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ভেনিসে।

ভেনিস উৎসবের লালগালিচায় জৌলুস ছড়ান নামিদামি তারকারা। ১১ দিনের এই আয়োজনে লিদো দ্বীপে আসছেন কেট ব্ল্যানচেট, জুলিয়া রবার্টস, এমিলি ব্লান্ট, জর্জ ক্লুনি, এমা স্টোন, অ্যান্ড্রু গারফিল্ড, অস্কার আইজ্যাক, ডোয়াইন জনসন, অ্যাডাম স্যান্ডলার, আমান্ডা সাইফ্রেডের মতো বহু তারকা।

লিদো দ্বীপে ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি ও ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা (ছবি: ভেনিস উৎসব)

মর্যাদাসম্পন্ন গোল্ডেন লায়ন ও বিচারকরা
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে রয়েছে কয়েকটি শাখা। উৎসবের মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কার জয়ের জন্য লড়বে মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি সিনেমা। এবারের আসরে প্রধান বিচারকের আসনে আছেন আলেক্সান্ডার পেইন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন ইরানি পরিচালক-লেখক মোহাম্মদ রাসুলফ, ব্রাজিলিয়ান অভিনেত্রী, লেখক ও চিত্রনাট্যকার ফার্নান্দা তোরেস, ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার স্তেফান ব্রিজে, ইতালিয়ান পরিচালক-চিত্রনাট্যকার মাউরা দেলপেরো, রোমানিয়ান পরিচালক, লেখক ও প্রযোজক ক্রিস্টিয়ান মুনজিউ এবং চীনা অভিনেত্রী জাও তাও।

গোল্ডেন লায়ন জয়ী সেরা সিনেমা, গ্র্যান্ড জুরি প্রাইজ (সিলভার লায়ন), সেরা পরিচালক (সিলভার লায়ন), সেরা অভিনেত্রী (ভলপি কাপ), সেরা অভিনেতা (ভলপি কাপ), স্পেশাল জুরি প্রাইজ, সেরা চিত্রনাট্য ও নবীন অভিনেতা/অভিনেত্রীর জন্য মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করবেন মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা।

‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমায় এমিলি ব্লান্ট ও ডোয়াইন জনসন (ছবি: এ২৪)

মূল প্রতিযোগিতায় নির্বাচিত ২১টি সিনেমা

  • দ্য উইজার্ড অব ক্রেমলিন (অলিভিয়ের অ্যাসায়াস, ফ্রান্স)
  • দ্য স্ট্রেঞ্জার (ফ্রাঁসোয়া অজোঁ, ফ্রান্স)
  • অ্যাট ওয়ার্ক (ভালেরি দোঁজেলি, ফ্রান্স)
  • লা গ্রাৎসিয়া (পাওলো সরেন্তিনো, ইতালি)
  • এলিসা (লিওনার্দো ডি কসতাঞ্চো, ইতালি)
  • দুসে (পিয়েত্রো মার্চেল্লো, ইতালি)
  • অ্যা ফিল্ম মেড ফর বেনে (ফ্রাঙ্কো মারেসকো, ইতালি)
  • আন্ডার দ্য ক্লাউডস (জিয়ানফ্রাঙ্কো রজি, ইতালি)
  • অ্যা হাউস অব ডাইনামাইট (ক্যাথেরিন বিগেলো, যুক্তরাষ্ট্র)
  • দ্য স্ম্যাশিং মেশিন (বেনি সাফদি, যুক্তরাষ্ট্র)
  • জে কেলি (নোয়া বামব্যাক, যুক্তরাষ্ট্র)
  • ফাদার মাদার সিস্টার ব্রাদার (জিম জারমাশ, যুক্তরাষ্ট্র)
  • সাইলেন্ট ফ্রেন্ড (ইলদিকো আনিয়েদি, হাঙ্গেরি)
  • অরফান (লাজলো নেমেস, হাঙ্গেরি)
  • ফ্রাঙ্কেনস্টাইন (গিয়ের্মো দেল তোরো, মেক্সিকো)
  • বুগোনিয়া (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস)
  • দ্য টেস্টামেন্ট অব অ্যান লি (মোনা ফাস্টফোল্ড, নরওয়ে)
  • গার্ল (শু কি, তাইওয়ান)
  • নো আদার চয়েস (পার্ক চ্যান উক, দক্ষিণ কোরিয়া)
  • দ্য সান রাইজেস অন আস অল (কাই শংচুন, চীন)
  • দ্য ভয়েস অব হিন্দ রজব (কাউতার বেন হানিয়া, তিউনিসিয়া)

‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’ সিনেমায় অস্কার আইজ্যাক ও গল গ্যাডট (ছবি: ড্রিম ক্রু)

প্রতিযোগিতার বাইরে ও অন্যান্য প্রতিযোগিতা
অন্যান্য উৎসবের মতোই ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় আকর্ষণীয় কয়েকটি সিনেমা। এবারের আসরে প্রতিযোগিতার বাইরে নজর কাড়বে লুকা গুয়াদানিনো পরিচালিত ও জুলিয়া রবার্টস অভিনীত ‘আফটার দ্য হান্ট’। এছাড়া জুলিয়ান শ্নাবেল পরিচালিত ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’ প্রতিযোগিতার বাইরে তারকাবহুল সিনেমা। এতে অভিনয় করেছেন গল গ্যাডট, জেসন মোমোয়া, আল পাচিনো, জন ম্যালকোভিচ, খ্যাতিমান পরিচালক মার্টিন স্করসেসি।

প্রতিযোগিতার বাইরে ১১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ১৬টি নন-ফিকশন, স্পেশাল সিনেমা অ্যান্ড মিউজিক নির্ভর ৪টি নন-ফিকশন ও ৪টি সিরিজ, ৫টি শর্টফিল্ম রয়েছে। অন্যান্য শাখায় অরিজন্তি প্রতিযোগিতা শাখায় ১৯টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ১৪টি শর্টফিল্ম, ভেনেৎসিয়া স্পটলাইটে ৮টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, ভেনিস ইমারসিভ প্রতিযোগিতা শাখায় ৩০টি শর্টফিল্ম, ক্ল্যাসিক ফিল্মস শাখায় পুনরুদ্ধার করা ২৮টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা-নন ফিকশন, বিয়েন্নালে কলেজ সিনেমা শাখায় ৫টি শর্টফিল্ম ও ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, বেস্ট অব এক্সপেরিয়েন্সেস শাখায় ১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা-শর্টফিল্ম, বেস্ট অব দ্য ওয়ার্ল্ড শাখায় ২৩টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা-শর্টফিল্ম, অ্যা ওয়েভ ইন দ্য ওশান শাখায় ৭টি শর্টফিল্ম।

অরিজন্তি প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো। তার নেতৃত্বে আছেন আমেরিকান পরিচালক রামেল রস, অস্ট্রেলিয়ান পরিচালক শ্যানন মারফি, ইতালিয়ান পরিচালক ইয়ুরি আনকারানি, আর্জেন্টাইন ফিল্ম ক্রিটিক ফের্নান্দো এনরিকে হুয়ান লিমা। তাদের রায়ে দেওয়া হবে সেরা সিনেমা, সেরা পরিচালক, স্পেশাল অরিজন্তি জুরি প্রাইজ, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য ও সেরা শর্টফিল্মের পুরস্কার।

অফিসিয়াল সিলেকশন, মুক্ত ও প্যারালাল শাখায় নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে সেরা নবাগত পরিচালকের জন্য রয়েছে নগদ ১ লাখ ডলারসহ লুইজি দে লাউরেন্তিস ভেনিস অ্যাওয়ার্ড। বিজয়ী সিনেমার পরিচালক ও প্রযোজক এই অঙ্ক ভাগ করে নেবেন।

এ শাখার প্রধান বিচারক স্কটিশ পরিচালক চার্লোট ওয়েলস। তার নেতৃত্বে আছেন ফরাসি-তিউনিসিয়ার পরিচালক এরিজ সেহিরি, ইতালিয়ান পরিচালক সিলভিয়ো সোলদিনি।

সম্মানসূচক গোল্ডেন লায়ন
উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের হাতে আজীবন সম্মাননা তুলে দেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি। এবারের আসরে আজীবন সম্মাননায় আরো ভূষিত হবেন আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’ (১৯৫৮) সিনেমার আমেরিকান অভিনেত্রী কিম নোভাক। প্রতিযোগিতার বাইরে নির্বাচিত “ডেড ম্যান’স ওয়্যার”-এর পরিচালক গ্যাস ফন স্যান্ট আগামী ২ সেপ্টেম্বর পাবেন ‘প্যাশন ফর ফিল্ম’ অ্যাওয়ার্ড।

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার দৃশ্য (ছবি: ফিল্মফোর প্রোডাকশন্স)

মাস্টারক্লাস ও কথোপকথন
গত আসরের মতো এবারও রয়েছে সিনেমা ব্যক্তিত্বদের মাস্টারক্লাস ও কথোপকথন। হোটেল এক্সেলসিয়রের সামনে টেনিস ক্লাব ভেনেৎসিয়ায় ম্যাচ পয়েন্ট অ্যারেনায় (২৫০ আসন) চলছে এই আয়োজন। গতকাল মাস্টারক্লাসে ছিলেন ভেরনার হারজগ। এ তালিকায় আরো আছেন ২০০৬ সালে গোল্ডেন লায়ন জয়ী চীনের পরিচালক জিয়া জাং-কি, ২০০৭ সালে কানে স্বর্ণপাম জয়ী রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনজিউ, ১৯৯৪ সালে গোল্ডেন লায়ন জয়ী তাইওয়ানিজ পরিচালক সাই মিং লিয়াং ও অভিনেত্রী কিম নোভাক।

কথোপকথনে অংশ নেবেন ২০১০ সালে গোল্ডেন লায়ন জয়ী আমেরিকান পরিচালক সোফিয়া কপোলা, চারবার অস্কারজয়ী ইতালিয়ান কস্টিউম ডিজাইনার মিলেনা ক্যানোনেরো, ইতালিয়ান অভিনেতা-নির্মাতা সের্জো কাস্তেলিত্তো, ইতালিয়ান লেখক মার্গারেট মাৎসানতিনি, অস্কারজয়ী ও ২০১৮ সালে গোল্ডেন লায়ন জয়ী মেক্সিকান পরিচালক আলফনসো কোয়ারন, নিউজিল্যান্ডের চিত্রগ্রাহক মাইকেল সেরেজিন, ২০২১ সালে ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জয়ী নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন, ব্রিটিশ প্রযোজক তানিয়া সেগাটসিয়ান।

আগামী ৬ সেপ্টেম্বর ফ্রান্সের সেড্রিক জিমেনেজ পরিচালিত ‘ডগ ৫১’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে উৎসবের পর্দা নামবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ