ছবিঘর
মণিপুরি রীতিতে রণদীপ হুদার বিয়ের ছবি
ভারতের মণিপুরি মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গতকাল (২৯ নভেম্বর) কনের শহর ইম্ফলে মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। চুমথাং শান্নাপুং রিসোর্টে তোলা বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নবদম্পতি লিখেছেন, ‘আজ থেকে আমরা এক।’

মণিপুরের আঞ্চলিক পোশাকে বিয়ের পিঁড়িতে বসেছেন রণদীপ হুদা। তিনি পরেছেন সাদা ধুতি, ফতুয়া ও চাদর। মাথায় ছিলো সাদা পাগড়ি আর কপালে তিলক কাটা।

মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধতে লিন লাইশ্রাম পরেছেন বাঁশ ও মোটা কাপড় দিয়ে তৈরি মণিপুরের ঐতিহ্যবাহী মখমলের চাকচিক্যময় পোশাক পল্লোই। এর রঙ মেরুন ও সোনালি। মুকুট থেকে শুরু করে তার গলায় সারি সারি হার। মাথা থেকে পা পর্যন্ত যেন সোনায় মুড়ে ছিলেন তিনি।

বলিউড তারকারা সাধারণত রাজস্থানের নামিদামি হোটেল কিংবা প্রাসাদে বিয়ের অনুষ্ঠান রাখেন। রণদীপ হুদা সেদিক দিয়ে ছক ভাঙলেন। কনের রাজ্য মণিপুরে বিয়ে করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তারকা জানান, জীবনসঙ্গীর সংস্কৃতি অনুভব করতেই মণিপুরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মহাভারতের আবহে বিয়ের মণ্ডপ সাজানো হয়। বরযাত্রী নিয়ে ব্যান্ডপার্টির সঙ্গে হেঁটে বিয়ের মণ্ডপে ঢুকেছেন রণদীপ হুদা। এরপর লিনের পাশে বসে বিয়ের রীতি বোঝার চেষ্টা করেছেন ৪৭ বছর বয়সী এই তারকা। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের নাট্যদল মোটলিতে রণদীপ হুদা ও লিন লাইশ্রামের প্রথম দেখা ও পরিচয়। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিয়ের মধ্য দিয়ে সেই প্রেমের সফল সমাপ্তি হলো।

বেশ কয়েক দিন ধরে আত্মীয়দের নিয়ে মণিপুরেই আছেন রণদীপ হুদা। ছাদনাতলায় যেতে লিনের শহরে পৌঁছেই তাকে নিয়ে মন্দির দর্শন করেন তিনি।

২০০৭ সালে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ওম কাপুরের বন্ধুর চরিত্রে স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হন লিন লাইশ্রাম। এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর তিনি অভিনয় করেন ‘মেরি কম’ (প্রিয়াঙ্কা চোপড়া, ২০১৪), ‘আমরিকা’ (সুরজ শর্মা, ২০১৫), বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ (শহিদ কাপুর, ২০১৭), ‘অ্যাক্সোন’ (সায়নী গুপ্তা, ২০১৯) সিনেমায়। সর্বশেষ নেটফ্লিক্সে সুজয় ঘোষের ‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খানের রেস্তোরাঁর সহকর্মী প্রেমা চরিত্রে দেখা গেছে তাকে।

রণদীপ হুদা অভিনীত ‘স্বতন্ত্র বীর সাভারকার’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামী ও সংস্কারক বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক এটি। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ২৬ কেজি ওজন কমাতে হয়েছে তাকে। সেজন্য চার মাস প্রতিদিন ১টি খেজুর ও ১ গ্লাস দুধ ছাড়া আর কিছুই খাননি তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
