বিশ্বসংগীত
মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয় করবেন যিনি

জাফর জ্যাকসন ও মাইকেল জ্যাকসন (ছবি: টুইটার)
প্রয়াত পপ গায়ক মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হচ্ছে হলিউডে। এর নাম রাখা হয়েছে ‘মাইকেল’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তাঁরই ২৬ বছর বয়সী ভাতিজা জাফর জ্যাকসন। তিনি হলেন মাইকেলের বড় ভাই গায়ক জারমেইন জ্যাকসনের ছেলে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন জ্যাকসন বলেন, ‘জাফর আমার ছেলেকে ফুটিয়ে তুলবে। মাইকেলের বিনোদন ও পারফর্মের উত্তরাধিকার হিসেবে তাকে দেখতে খুবই ভালো লাগবে।’

মাইকেল জ্যাকসন (ছবি: টুইটার)
প্রযোজনা ও পরিবেশনা সংস্থা লায়ন্সগেট স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, সিনেমায় একজন মানুষের গল্প বলা হবে যিনি পপসংগীতের রাজায় পরিণত হয়েছিলেন। এতে তাঁর জীবনের সমস্ত দিক এবং সবচেয়ে উল্লেখযোগ্য পরিবেশনা থাকবে, যেগুলো তাকে সংগীত দুনিয়ায় একজন অনন্য শিল্পীর খ্যাতি এনে দিয়েছিলো।
চলতি বছরেই ‘মাইকেল’ সিনেমার শুটিং শুরু হবে। এটি পরিচালনা করবেন আন্টোয়ান ফুকুয়া। তিনি হলিউডের ব্যবসাসফল ‘ইকুয়ালাইজার’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক। চাচার চিরচেনা নাচের মহড়ার সময় তোলা জাফর জ্যাকসনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৫৭ বছর বয়সী এই নির্মাতা।
View this post on Instagram
‘মাইকেল’ প্রযোজনার দায়িত্বে থাকছেন গ্রাহাম কিং। তার প্রযোজিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ (২০১৮) সর্বকালের সর্বোচ্চ আয়কারী সংগীতনির্ভর বায়োপিক। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে সাজানো হয় এটি। তার ঝুলিতে আরো আছে লিওনার্দো ডিক্যাপ্রিওর তিন সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা। এগুলো হলো ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬) ও ‘ব্লাড ডায়মন্ড’ (২০০৬)।
প্রযোজক-পরিচালক উভয়ে মনে করেন, চাচাকে পর্দায় ফুটিয়ে তোলার সহজাত সক্ষমতা রয়েছে জাফর জ্যাকসনের। গ্রাহাম কিংয়ের দৃষ্টিতে, ‘সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তিনিই একমাত্র জুতসই ব্যক্তি। বড় পর্দায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় তাকে নতুন একটি দুনিয়ায় দেখতে মুখিয়ে আছি।’

মাইকেল জ্যাকসন (ছবি: টুইটার)
১৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে ২০০৫ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালত মাইকেল জ্যাকসনকে রেহাই দিয়েছিলো। এটি তাঁর জীবনের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর মধ্যে অন্যতম। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লিভিং নেভারল্যান্ড’ প্রামাণ্যচিত্রে তাঁর বিরুদ্ধে ওঠা নব্বই দশকের এমন আরো দুটি অভিযোগ তুলে ধরা হয়। সিনেমায় এসব থাকবে কিনা তা পরিষ্কার করেনি লায়ন্সগেট স্টুডিও। চিত্রনাট্য লিখেছেন জন লগ্যান।
পারিবারিক পপ ব্যান্ড জ্যাকসন ফাইভের শিশু তারকা ছিলেন মাইকেল। একক ক্যারিয়ার গড়ে পৃথিবী গ্রহের সবচেয়ে বিখ্যাত তারকাদের একজন হয়ে ওঠেন তিনি। গ্র্যামিজয়ী এই তারকার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘থ্রিলার’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। এর ‘থ্রিলার’, ‘বিলি জিন’ গানগুলো বিখ্যাত। ২০০৯ সালে ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস