Connect with us

টেলিভিশন

মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির লোগো

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশন-এর ১৪ বছর পূর্তি আজ (৩০ জুলাই)। এ উপলক্ষে সারাদিন থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। আজ দুপুর ১২টা ১০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘১৪ বছর পূর্তি: মাছরাঙা টেলিভিশন’। সংগীত পরিবেশনায় বাউল শফি মন্ডলসহ অনেকে।

মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘টেলিভিশন ও দর্শক’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শালিক বালিকা’। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

‘শালিক বালিকা’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

আজ সকাল ৭টায় মাছরাঙার নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে ছিলেন মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর সিইও অজয় কুমার কুন্ডু। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে দেখানো হয় ঢালিউড তারকা শাকিব খানের সিনেমা ‘তুফান’। রায়হান রাফীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকে।

‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের নানামাত্রিক আয়োজন দর্শকদের আকৃষ্ট করেছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ