ঢালিউড
মান্নাকে শ্রদ্ধা জানানো সিনেমাটি আগে মুক্তি পাচ্ছে খুলনায়

‘দেলুপি’ সিনেমার পোস্টার (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
রাজশাহী শহরকে কেন্দ্র করে ২০২২ সালে নির্মিত মোহাম্মদ তাওকীর ইসলামের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ দর্শক ও সমালোচকদের মন জয় করে। ২০২৪ সালে তার দ্বিতীয় সিরিজ ‘সিনপাট’ বেশ আলোচিত হয়। এবার বড় পর্দায় নতুন যাত্রা শুরু করলেন তরুণ এই নির্মাতা। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’ আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারাদেশে দেখা যাবে এটি।
আজ (২৮ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় ‘দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের পেজে একটি পোস্টে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশন ছন্দে ছন্দে লেখা–
“নভেম্বরের ৭ তারিখে, আসছে ‘দেলুপি’ খুলনাতে,
সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে
টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা
‘দেলুপি’তে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।”

মোহাম্মদ তাওকীর ইসলাম (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
খুলনায় আগে মুক্তির সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘আমরা চেয়েছি যে অঞ্চল নিয়ে এই সিনেমা নির্মিত, সেখানকার মানুষ আগে দেখুক। খুলনায় শুধু সিনেমাহলেই নয়, দর্শকদের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে এটি প্রদর্শনের ব্যবস্থা করবো। এখন অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে ‘দেলুপি’ নামটি এসেছে। স্থানীয়দের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্পে অনুপ্রাণিত এর গল্প। সিনেমাটি দেশের সর্বস্তরের মানুষকে তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করবে বলে আশাবাদী নির্মাতা। তিনিই সিনেমাটির প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্রগ্রাহক।
‘দেলুপি’র শুটিং লোকেশন থেকে শুরু করে অভিনয়শিল্পী সবই স্থানীয়। পরিচালকের বয়ানে, সিনেমাটির প্রতিটি চরিত্র ও ফ্রেম মানুষের বাস্তব জীবনের অংশ। ইতোমধ্যে প্রকাশিত এর দুটি টিজার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। টিজারে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত রয়েছে। অভিনয়ে চিরনজিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেন। সম্পাদনায় সালেহ সোবহান অনীম। নির্বাহী প্রযোজক ও শিল্প নির্দেশক অমিত রুদ্র।

মান্না (জন্ম: ১৪ এপ্রিল, ১৯৬৪; মৃত্যু: ১৭ ফেব্রুয়ারি, ২০০৮)
গত ২৩ অক্টোবর অবমুক্ত হয়েছে ‘দেলুপি’ সিনেমার ২ মিনিট ৪৭ সেকেন্ডের গান ‘গোধুলী লগ্নে’। এতে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর কথা এমন, ‘আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে, নূপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে’। গানটি লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম। তাদের সঙ্গে মিলে এটি গেয়েছেন তপেশ চক্রবর্তী। তিনিই এর সংগীতায়োজন করেছেন।
২০০৯ সালে নিজের প্রথম শর্টফিল্ম ‘কঙ্কপুরাণ’ নির্মাণ করেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এরপর একে একে বানিয়েছেন শর্টফিল্ম ‘গ্যাস বেলুন’, ‘লামা’, ‘দ্য ইফনিট’, ‘গোল ও যোগ’, ‘সিনেমার নাম খুঁজছি’, ‘আয়না ও সর্বোচ্চ গতিসীমা’। সিনেমা নিয়ে দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে পড়ালেখা করেছেন তিনি। ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘অদ-ভূত’ নামে শিশুতোষ একটি সিনেমা নির্মাণ করছেন তাওকীর। এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
