ছবিঘর
মালদ্বীপে রঙধনুর মাঝে মোহনীয় তামান্না
অবিরাম শুটিং ও সিনেমার প্রচারণার পর দৈনন্দিন ব্যস্ততাকে ছুটি দিয়ে ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া মালদ্বীপে হারিয়ে গেছেন! নয়নাভিরাম সমুদ্র সৈকতের নির্মল সৌন্দর্য উপভোগ করছেন তিনি। স্বর্গের মতো পটভূমিতে অবসর কাটছে তার। মালদ্বীপে বেড়ানোর সময় তোলা চমৎকার কিছু ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

একটি ছবিতে গোলাপি সাঁতার-পোশাকে সমুদ্রজলে পা ভেজানো তামান্নাকে প্রাণবন্ত ও মার্জিত লেগেছে। মনোরম ছবিটির বাড়তি জাদু হলো, তার পেছনে আকাশে মাধুর্য এনে দেওয়া রঙধনু। ছবি তোলার জন্য এমন আকর্ষণীয় মুহূর্ত খুব কমই পাওয়া যায়।

আরেকটি ছবিতে দেখা যায়, রোদের আলোয় সৈকতের বালিতে শুয়ে আরামে সময় কাটছে তামান্নার। তার চোখে সানগ্লাস। এতে তাকে দারুণ মোহনীয় লেগেছে।

অন্য একটি ছবিতে তামান্না আরামে বসে থাকতে দেখা যায়। তার চারপাশ জুড়ে যেন প্রশান্তি।

মালদ্বীপ ঘুরতে গিয়ে হরেক রকম সুস্বাদু খাবারের স্বাদ নিচ্ছেন তামান্না। একটি ছবিতে দেখা যায়, খাওয়া শেষে কফিতে চুমুক দিচ্ছেন তিনি।

সৈকতে বেড়ানোর সময় রোদ এড়াতে টুপি ব্যবহার করেছেন তামান্না। তার টুপিতে লেখা, ‘অফ ডিউটি।’

সবশেষ ছবিতে দেখা যায়, দুটি গাছে ঝুলিয়ে রাখা একটি দোলনায় পুরোপুরি বিশ্রামে নিমগ্ন তামান্না। এতে তার মধ্যে প্রশান্তি দেখা গেছে। এমন দিনের জন্য যেন আকুল ছিলেন তিনি। মালদ্বীপের সোনেভা ফুশি রিসোর্টে উঠেছেন এই অভিনেত্রী।

মালদ্বীপের ছবি পোস্ট করার পর ভক্তরা মন্তব্যের ঘরে তামান্নার জন্য একরাশ ভালোবাসা ঢেলে দিয়েছে। দক্ষিণী নায়িকা রাশি খান্না ও গায়িকা শিল্পা রাও মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সুন্দর।’

তামান্না সম্প্রতি নিজের চেয়ে দ্বিগুণ বেশি বয়সী অভিনেতাদের বিপরীতে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন। এগুলো হলো ৭২ বছর বয়সী রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ এবং ৬৭ বছর বয়সী চিরঞ্জীবির বিপরীতে ‘ভোলা শঙ্কর’। এরমধ্যে ‘জেলার’ ব্লকবাস্টার হিট হয়েছে। সিনেমাটির ‘কাবালায়া’ গানে তামান্নার নাচ সাড়া ফেলেছে।

তামান্নার নতুন ওয়েব সিরিজ ‘আঁখরি সাচ’ গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এতে পুলিশ কর্মকর্তা আনিয়া স্বরূপ চরিত্রে দেখা গেছে তাকে। ২০১৮ সালে ভারতের দিল্লির বুরারি এলাকায় একই পরিবারের ১১ জনকে তাদের বাড়ির ভেতরেই মৃত অবস্থায় পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে এটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
