ছবিঘর
মালদ্বীপে চার দিন যা চেয়েছেন সবই পেয়েছেন সোনাক্ষী
দেশের বাইরে বিশেষ করে মালদ্বীপে ঘুরে বেড়ানোর প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ঝোঁকের কথা কে না জানে! সোশ্যাল মিডিয়ায় তার প্রাণবন্ত বিভিন্ন ছবি দেখলেই সেটি স্পষ্ট হয়। সম্প্রতি আবার মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন নায়িকা। সেখানে তোলা বেশকিছু ছবি শেয়ার দিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

সোনাক্ষী সিনহা ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সবাই জানে, মালদ্বীপ আমার নিজের দেশের বাইরে আরেকটি দেশ। এবারের যাত্রা ছিলো খুবই স্পেশাল।’

মালদ্বীপে সমুদ্র সৈকতের ধারে মনোরম পরিবেশে ফুরফুরে সময় কেটেছে সোনাক্ষীর।

সাগরে বিলাসবহুল প্রমোদতরী ভ্রমণ উপভোগের সুযোগ হাতছাড়া করেননি সোনাক্ষী।

মালদ্বীপের চমৎকার একটি রিসোর্টে উঠেছিলেন সোনাক্ষী। দোলনায় কিছুটা সময় কাটিয়েছেন তিনি।

ভাসমান নাশতা উপভোগের পর চায়ে চুমুক দিয়ে নিজেকে চাঙা করে নিয়েছেন সোনাক্ষী।

গরমে শীতল আমেজ উপভোগের জন্য আইসক্রিমে মজেছিলেন সোনাক্ষী।

ছবিটি শেয়ার দিয়ে আইসক্রিমের ইতালিয়ান শব্দ ‘জেলাতো’ উল্লেখ করেছেন সোনাক্ষী।

সূর্যাস্তের আগে নরম আলোয় ছবি তোলার দারুণ সময়ে সোনাক্ষী।

মালদ্বীপে বেড়ানোর অভিজ্ঞতা জানিয়ে সোনাক্ষী লিখেছেন, ‘চার দিনে যা কিছু চেয়েছি সবই পেয়েছি… রোদ, বালি, সমুদ্র এবং আরাম-আয়েশ।’

চলতি বছর অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দাহাড়’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় সোনাক্ষীর।

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্দি’তে দেখা যাবে সোনাক্ষীকে। ১৯৪০ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে হীরামান্দি জেলায় ধনী খদ্দের থাকা আট যৌনকর্মীর গল্প দেখা যাবে এতে। সিরিজিটিতে আরো অভিনয় করেছেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ।

সোনাক্ষী সিনহার হাতে এখন আছে তিনটি সিনেমা। এগুলো হলো– আদিত্য সারপুতদার পরিচালিত ‘কাকুড়া’ (রিতেশ দেশমুখ, সাকিব সেলিম), কুশ এস সিনহা পরিচালিত ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’ (অর্জুন রামপাল, পরেশ রাওয়াল) এবং আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ (অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জানভী কাপুর)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
